এই সেল 25 থেকে 28 মার্চের মধ্যে হবে আর এই সুবিধা কোম্পানির ই-স্টোর্স, ফ্লিপকার্ট, অ্যামাজন আর অন্যান্য রিটেল স্টোর থেকে পাওয়া যাবে
Realme ভারতে 25 থেকে 28 মারচের মাধ্যে তাদের মোবাইল বোনাঞ্জা অফার নিয়ে আসছে। এই সময়ে Realme 3, Realme 2 Pro আর Realme U1 র মতন ফোন গুলি স্পেশাল ডিলে পাওয়া যাবে। আর এই সেল কোম্পানির ই-স্টোর, ফ্লিপকার্ট , অ্যামাজনে আর অন্যান্য বেশ কিছু রিটেল স্টোরে পাওয়া যাবে।
Realme 2 Pro আর Realem U1 ফোন দুটি চারদিন সেলে পাওয়া যাবে। Realame 3 26 মার্চ দুপুর 12টার সময়ে অনলাইন স্টোর আর ফ্লিপকার্টে বিক্রি করা হবে।
Realme 3 গ্রেডিয়েন্ট ব্লু কালারে এই সেলে প্রথমবার কেনা যাবে। আর কোম্পানি দাবি করেছে যে এখনও পর্যন্ত Realme 3 ফোনটির 3,11,800 ইউনিট বিক্রি হয়েছে।
সেলের সময়ে Relame 3 ফোনটি অ্যাক্সিস ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 500 টাকার ফ্ল্যাট ডিস্কাউন্ট পাওয়া যাবে। আর এই সময়ে সর্বত্র এই ফোনটি 8,999 টাকায় কেনা যাবে।
Realem 2 Pro ফোনটি 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট 12,990 টাকা দামে পাওয়া যাবে। আর এই ডিভাইসটি এই সেলের সময়ে 1000 টাকার ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে আর এই ডিভাইসের বেস ভেরিয়েন্টটি কোম্পানি ই-স্টোর আর ফ্লিপকার্টে 11,900 টাকা দামে কেনা যাবে।
Realme U1 ফোনটি এই সময়ে 10,990 টাকা দামে কেনা গেলেও এই সেলে 1000 টাকার ডিস্কাউন্টের পরে এটি 9,999 টাকায় কেনা যাবে। আর এর সঙ্গে প্রিপেড মেথডের মাধ্যমে ডিভাইস বুক করলে 1000 টাকার এক্সট্রা ডিস্কাউন্ট পাওয়া যাবে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।