রিয়েলমি তাদের প্রথম অ্যানিভার্সারি হিসাবে বেশ কিছু স্মার্টফোনে দারুন অফার আর ডিস্কাউন্ট দিচ্ছে এর মধ্যে Relme 3 Pro, Realme 2 Pro, Realme U1 আর Realme 3 ফোন গুলি আছে। আর কোম্পানির ওয়েসাইট অনুসারে এই রিয়েলমি স্মার্টফোন গুলি MobiKwik ওয়ালেটের মাধ্যমে কিনলে 15% সুপারক্যাশ পাবে। রিয়েলমির সঙ্গে Reliance Jio চুক্তি করেছে আর এতে 28 দিনের জন্য 84GB ডাটা আর 5.300 টাকার বেনিফিট পাওয়া যাচ্ছে। আর এই অফার সব ডিভাইসের জন্যই।
Survey
✅ Thank you for completing the survey!
এবার Realme 3 Pro ফোনটি 3 মে আবার ফ্ল্যাশ সেলে আসবে আর সেখানে Realme 2 Pro, Realme U1 আর Realme 3 ফোনের সেল 2 মে মধ্যরাতে শুরু হবে। কোম্পানির Realme 3 ফোনের 3GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট নিয়ে এসেছে জার দাম 9,999 টাকা। আর এই ফোনের বেস ভ্রিয়েন্ট 8,999 টাকা দামে পাওয়া যায় যা 3GB র্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্ট যুক্ত দামে আসতে পারে।
Relame U1 ফোনটি 8,999 টাকায় সেল করা হবে আর এই স্মার্টফোনটি 9,999টাকায় লঞ্চ করা হয়েছিল। Relame 2 Pro ফোনটির সেল 11,990 টাকার বদলে 10,990 টাকায় সেল করা হবে। আর আমরা যদি Relame 3 Pro ফোনটির বিষয়ে বলি তবে এই ফোনটি 13,990 টাকায় কেনা যাবে। আর এছাড়া ইউজাররা Re 1 সুপার ডিল ফিস্ট সেলের সুযোগ পাবেন যা 2 মে শুরু হবে। আর এই সেল 4 মে পর্যন্ত চলবে। Realme 2 Pro, Realme U1 আর Realme C1 Re 1 Flash Sale ডিলের অংশ হবে তবে Relame 3 Pro ফোনটি এই লিস্টে নেই।
Relame 3 Pro ফোনটি কোম্পানি সবে লঞ্চ করেছে। এই ফোনে 6.3 ইঞ্চির ডিউড্রপ নচ আছে যা 2340x1080p য়ের FHD+ রেজিলিউশান যুক্ত আর এই ফোনে আপনারা কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান পাবেন। এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 GPU অ্যাড্রিনো 616 য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনের এই চিপসেটটি X15 মোডেম যুক্ত কল অফার করে আর এর সঙ্গে এটি 4K HDR প্লেব্যাক সাপোর্ট করে।