ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে 28 আগস্ট Realme 2 লঞ্চ হবে

HIGHLIGHTS

কোম্পানি লঞ্চ ইভেন্টের জন্য মিডিয়া ইনভাইটস পাঠিয়েছে, এই লঞ্চ ইভেন্টটি 28 আগস্ট হবে

ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে 28 আগস্ট Realme 2 লঞ্চ হবে

Realme খুব তাড়াতাড়ি তাদের Realme 2 স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। বেশ কিছু লিক আর গুজব এই ডিভাইসের বিশেয় সামনে এসেছে। কোম্পানি লঞ্চ ইভেন্টের জন্য মিডিয়া ইনভাইটস পাঠিয়ে দিয়েছে, এই লঞ্চ ইভেন্টটি 28 আগস্ট হবে। আর কোম্পানিও এই ইভেন্টে শুধু স্মার্টফোনের নাম জানায়ানি এর সঙ্গে এও জানিয়েছে যে এই ডিভাইসে নচ ডিসপ্লে হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

মিডিয়া ইনভাইটে স্মার্টফোনের বিষয়ে অন্য কোন খবর জানা যায়নি। তবে কোম্পানি ভুল করে নিজের ওয়েবসাইটে এই ডিভাইসের ছবি আপলোড করে দিয়েছে যা পড়ে সরিয়ে দেওয়া হয়। এই ছবিটি দেখে মনে হয়েছে যে Realme 2 ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। আর এছাড়া Realme 2 ফোনের ব্যাকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।

Realme 2 ফোনে তাদের এর আগের ফোন আর Oppo F7 Dimond Black এডিশানের মতন ডিজাইন থাকতে পারে। আর এই ফোনে ব্ল্যাক আর ব্লু কালারে দেখা গেছিল। আর রিপোর্ট অনুসারে এই স্মার্টফোনটি 6.23 ইঞ্চির FHD+  ডিসপ্লে আর মিডিয়াটেক হেলিও P60 র সঙ্গে আসবে আর এর ব্যাকে 16 আর 2 মেগাপিক্সলাএর ক্যামেরা সেটআপ থাকবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo