আগামী মাসেই ভারতে আসছে 200MP ক্যামেরা সহ Realme 16 Pro Series স্মার্টফোন

Updated on 19-Dec-2025
HIGHLIGHTS

Realme 16 Pro Series লঞ্চ তারিখ নিশ্চিত করে দিয়েছে কোম্পানি

রিয়েলমি 16 প্রো সিরিজের আওতায় দুটি স্মার্টফোন Realme 16 Pro এবং Realme 16 Pro+ আসবে

নতুন রিয়েলমি 16 প্রো ফোনের দুটি মডেলে 200MP ক্যামেরা থাকবে

Realme 16 Pro Series লঞ্চ তারিখ নিশ্চিত করে দিয়েছে কোম্পানি। রিয়েলমির এই মিড বাজেট স্মার্টফোন সিরিজ আগামী বছরের শুরুতে বাজারে এন্ট্রি করবে। রিয়েলমি 16 প্রো সিরিজের আওতায় দুটি স্মার্টফোন Realme 16 Pro এবং Realme 16 Pro+ আসবে। এই দুটি ফোনের একাধিক ফিচার প্রকাশ হয়েছে। সম্প্রতি দুটি নতুন স্মার্টফোনকে একাধিক সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে। নতুন রিয়েলমি 16 প্রো ফোনের দুটি মডেলে 200MP ক্যামেরা থাকবে।

ভারতে Realme 16 Pro Series কবে হবে লঞ্চ

স্মার্টফোন মেকর কোম্পানি রিয়েলমি নিশ্চিত করেছে যে নতুন রিয়েলমি 16 প্রো সিরিজের স্মার্টফোন আগামী মাসে 6 জানুয়ারী 2026 এ ভারতে লঞ্চ করা হবে। কোম্পানি এই সিরিজটি ই-কমার্স ওয়েবসাইট Flipkart এ লিস্ট করা হয়েছে। ফোনের ডিজাইন সহ কিছু ফিচারও নিশ্চিত করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 32MP সেলফি ক্যামেরা এবং 5500mAh ব্যাটারি সহ Motorola 5G স্মার্টফোন হল অনেকটা সস্তা

এছাড়া কোম্পানি নিশ্চিত করেছে যে রিয়েলমি 16 প্রো প্লাস এবং রিয়েলমি 16 প্রো 5জি ফোনে LumaColor Image- ভিত্তিক 200 মেগাপিক্সেল পোর্ট্রেট মাস্টার প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। এটি গ্রুপ শট, এক্সপ্রেশনাল সোলো পোর্ট্রেট এবং ইমারসিভ লাইফস্টাইল এবং স্টেজ ফটোগ্রাফির জন্য পারফেক্ট। এই সিরিজের রিয়েলমি 16 প্রো প্লাস মডেল সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে RMX5130 মডেল নম্বর সহ লিস্ট করা হয়েছে, যা এর ফিচারগুলি প্রকাশ করেছে।

Realme 16 Pro+ ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী

টিপস্টার অভিষেক যাদব রিয়েলমির আপকামিং সিরিজের ফিচার পোস্ট করেছে। টিপস্টার দাবি করেছে যে এই সিরিজের প্রো প্লাস মডেলে 120Hz রিফ্রেশ রেট সহ 6.8-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে। এটি Qualcomm Snapdragon Octacore 7 Gen 4 প্রসেসরে কাজ করবে, যা 3nm প্রসেসিং টেকনোলজিতে কাজ করবে।

পাওয়ার দিতে রিয়েলমি 16 প্রো প্লাস ফোনে 7000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া যেতে পারে। এই স্মার্টফোন সিরিজ Android 16 ভিত্তিক রিয়েলমি UI তে কাজ করবে, যেখানে OS আপগ্রেড তিন বছরের জন্য পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: Secret Santa gifting ideas: সিক্রেট সান্তায় বন্ধুদের গিফট করুন 1000 টাকার কম দামে এই স্মার্ট গ্যাজেট

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :