Realme 15 5G top features and expected price know ahead of launch
রিয়েলমি ভারতে তার নতুন Realme 15 5G Series আগামীকাল 24 জুলাই লঞ্চ করতে চলেছে। এই সিরিজের আওতায় দুটি নতুন ফোন Realme 15 5G এবং Realme 15 Pro 5G আসবে। কোম্পানি এই দুটি ফোনে একাধিক তথ্য লঞ্চের আগেই প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি ১৫ ৫জি এবং রিয়েলমি ১৫ প্রো ফোনের লঞ্চ, দাম এবং স্পেসিফিকেশন কী থাকবে।
ভারতে রিয়েলমি ১৫ ৫জি সিরিজের ফোন 24 জুলাই বিকেল 7 টায় লঞ্চ করবে। লঞ্চ ইভেন্ট কোম্পানির অফিসিয়াল সাইট সহ ইউটিউবে দেখা যাবে।
দামের কথা বললে, লিক অনুযায়ী রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোনের বক্স প্রাইস 39,999 টাকা হতে পারে। তবে ফোনটি এই দামের কমে আসবে বলে আশা করা হচ্ছে। ভারতে এই ফোনটি 35000 টাকার কাছাকাছি আসতে পারে।
অন্য়দিকে রিয়েলমি ১৫ ৫জি ফোনটি 18,000 টাকা থেকে 20,000 টাকার মাঝামাঝি দামে আসতে পারে।
টিপস্টার অনুযায়ী, রিয়েলমি ১৫ ৫জি সিরিজের ফোনে 6.8-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে। এটি 4D কার্ভ প্লাস হাইপরগ্লো ডিসপ্লে সহ 140Hz রিফ্রেশ রেট এবং 6500 নিট পিক ব্রাইটনেস সহ আসবে।
প্রসেসর হিসেবে রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোনে Snapdragon 7 Gen 4 চিপসেট পাওয়া যেতে পারে যা 4nm প্রসেসে তৈরি হবে। কোম্পানি দাবি করেছে যে এই চিপটি 1.1 মিলিয়নেরও বেশি AnTuTu স্কোর করেছে এবং ফোনের সাথে GT Boost 3.0 এবং Game Coach 2.0 এর মতো অনেক দুর্দান্ত AI গেমিং ফিচারও থাকবে। অন্যদিকে নন-প্রো রিয়েলমি ১৫ ৫জি ফোনে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি 7300+ চিপসেট পাওয়া যেতে পারে। দুটি ডিভাইসই Android 15 ভিত্তিক Realme UI তে চলবে বলে মনে করা হচ্ছে।
ব্যাটারির ক্ষেত্রে রিয়েলমি দুটি ফোনের সাথে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 7000mAh এর ব্যাটারি দেওয়া যেতে পারে। প্রো মডেলে সিঙ্গেল চার্জে 113 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম পাওয়া যেতে পারে।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি ১৫ ৫জি ফোনে 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এদিকে, রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট যার সাথে থাকবে একটি প্রাইমারি Sony IMX896 সেন্সর যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে। ফ্রন্টে এবং রিয়ারে দুটি ক্যামেরাই 4K 60fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।
কোম্পানির মতে, প্রো মডেলটিতে আগের মডেলের তুলনায় 4x ক্লিয়ার জুম এবং 2x স্মুথ ট্রানজিশন থাকবে। এটি AI MagicGlow 2.0 ফিচার সাপোর্ট করবে বলেও জানা গেছে।
আরও পড়ুন: সবচেয়ে বড় ছাড়ে Samsung Smart TV কেনার সুযোগ, মাত্র 13 হাজারের খরচে 32 ইঞ্চির লেটেস্ট টিভি