realme 14T 5G Launch today Price in India Features and Specifications
রিয়েলমি ভারতে আজ 25 এপ্রিল Realme 14T 5G ফোন লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই আপকামিং রিয়েলমি 14টি 5জি ফোনটি অনলাইন একাধিক স্পেসিফিকেশন সহ লিক হয়েছে। রিয়েলমির এই ফোন 6000mAh দুর্দান্ত ব্যাটারি সহ আসবে। রিয়েলমি 14টি 5জি ফোনটি Flipkart সাইটে থেকে বিক্রি করা হবে। রিয়েলমির এই ফোনটি IP66, IP68 এবং IP69 রেটিং সহ আসবে, যা জলে পড়লেও খারাব হবে না।
সম্প্রতি আসা একটি রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি 14টি 5জি ফোন 17,999 টাকার শুরুর দামে আসতে পারে। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্ট 8GB RAM+128GB এবং 8GB RAM+256GB স্টোরেজে আসবে। রিয়েলমি 14টি 5জি ফোনের টপ মডেলটি 18,999 টাকায় আসবে।
আরও পড়ুন: 5 দুর্দান্ত পোর্টেবল Air Cooler, 800 টাকার কমে ঘর হবে শিমলা মানালি
ফিচারের কথা বললে, রিয়েলমি 14 5জি ফোনটি দুটি ক্যামেরা সহ আসবে। ফোনটি স্লিম বেজল সহ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। রিয়েলমির এই ফোন AMOLED ডিসপ্লে সহ আসবে, যার সাথে 2100 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এছাড়া সাথে 2100 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস থাকবে স্ক্রিন।
পাওয়ার দিতে রিয়েলমি 14টি 5জি ফোনে 6000mAh ব্যাটারি অফার করা হবে যা 45W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। কোম্পানির দাবি যে এই ফোন 54.3 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ অফার করবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনে 50MP মেইন AI ক্যামেরা সহ 2MP সেকেন্ডারি ক্যামেরা থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 16MP সেন্সর পাওয়া যাবে।
আরও পড়ুন: 5800mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Oppo A5 Pro 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত