Realme কোম্পানি গত বছর তার নম্বর সিরিজ realme 13 5G সিরিজ ভারতে নিয়ে এসেছিল
এই সিরিজের স্মার্টফোন realme 13+ 5G ফোনের দাম একধাপে অনেকটা কমে দিয়েছে কোম্পানি
রিয়েলমি 13+ 5জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি অক্টা-কোর প্রসেসরে কাজ করে
realme 13 plus 5G smartphone gets 2000 rs discount without bank offer
Realme কোম্পানি গত বছর তার নম্বর সিরিজ realme 13 5G সিরিজ ভারতে নিয়ে এসেছিল। এই সিরিজের স্মার্টফোন realme 13+ 5G ফোনের দাম একধাপে অনেকটা কমে দিয়েছে কোম্পানি। শুধু তাই নয়, ফোনে এই ছাড় পেতে গ্রাহকদের কোনো ব্যাঙ্ক কার্ডের প্রয়োজন হবে না। রিয়েলমি 13 প্লাস 5জি ফোনটি 2000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি 13+ 5জি ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
realme 13+ 5G ফোনের দাম কত এবং অফার কী রয়েছে
রিয়েলমি 13+ 5G ফোনটি শপিং সাইট থেকে বিক্রি করা হচ্ছে। ফোনের 8GB RAM+256GB স্টোরেজ মডেল 2000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। তবে রিয়েলমি ফোনের আসল দাম 22,999 টাকা ছিল। এখন এটি মাত্র 20,999 টাকার সাথে Amazon সাইটে লিস্ট করা।
পাশাপাশি, রিয়েলমি 13+ 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 19,100 টাকায় বিক্রি হচ্ছে। তবে এই মডেলের আসল দাম 20,999 টাকা ছিল। যার মানে এই মডেলটি 1,899 টাকা ছাড়ে কেনা যাবে।
বলে দি যে অ্যামাজনের তরফে এই অফারে কখনোই বদল করা যেতে পারে।
রিয়েলমি 13+ 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ডিসপ্লে: রিয়েলমি 13+ 5জি ফোনে 6.67-ইঞ্চির ফুলএইচডিপ্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি Samsung E4 AMOLED ডিসপ্লে সহ আসে। এটি 120Hz রিফ্রেশ রেট, 2000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: রিয়েলমি 13+ 5জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি অক্টা-কোর প্রসেসরে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি 13+ 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। ফোনে মেইন সেন্সর 50MP Sony LYT 600 সেন্সর দেওয়া যা 2MP মোনো লেন্স সহ পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এটি 16MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি 13+ 5জি ফোনে 5000mAh এর ব্যাটারি দেওয়া। এটি 80W আল্ট্রা ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.