প্রসেসিংয়ের জন্য এই ফোনে Dimensity 6100+ প্রসেসর পাওয়া যাবে
Realme 12X 5G Special Sale in india today with Rs 1000 discount on Flipkart
Realme 12X 5G স্মার্টফোন ভারতে সম্প্রতি লঞ্চ করা হয়েছিল। আজ ভারতে এই স্মার্টফোনের একটি স্পেশাল সেল রাখা হয়েছে। রিয়েলমি ১২ এক্স ৫জি স্মার্টফোনটি স্পেশাল সেলে আজ (8 April) দুপুর 12টায় কেনা যাবে। কোম্পানি এই ফোনে দুর্দান্ত কিছু অফার দিচ্ছে গ্রাহকদের। আসুন জেনে নেওয়া যাক কী বিশেষ অফার পাওয়া যাবে আজকের রিয়েলমি সেলে।
Realme 12X 5G ফোনের স্পেশাল সেল অফার
রিয়েলমি ১২ এক্স ৫জি ফোনটি 11,999 টাকার শুরুর দামে বাজারে আনা হয়েছিল। সেলে কোম্পানি গ্রাহকদের ICICI, HDFC, SBI কার্ড পেমেন্টে 1000 টাকার ছাড় দিচ্ছে।
সেল অফারের আওতায় এই ফোনের দাম হবে 10,999 টাকা, 12,499 টাকা, 13,999 টাকা। তবে বলে দি যে এই দামে আপনি তখনই কিনতে পারবেন যখন এটি সেলেক্টিভ ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করা হবে। ফোনের বিক্রি শপিং সাইট Flipkart থেকে করা হবে।
Realme 12x ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে
ডিসপ্লে: রিয়েলমি ১২ এক্স ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.72-ইঞ্চি FHD+ IPS LCD দেওয়া হয়েছে।
প্রসেসর: প্রসেসিংয়ের জন্য এই ফোনে Dimensity 6100+ প্রসেসর পাওয়া যাবে।
Realme 12X 5G Features
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে 50MP + 2MP সহ ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া। পাশাপাশি, সেলফি তোলার জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে এই ফোনে 5000mAh ব্যাটারি পাওয়া যাবে। এটি চার্জ করতে এতে 45W ফাস্ট চার্জিং অফার করা হয়েছে। কোম্পানি দাবি করছে যে মাত্র 30 মিনিটে এই ফোনটি 50 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.