Realme 12 5G India launch date
Realme 12+ 5G এর পাশাপাশি Realme 12 5G ফোনও ভারতে 6 মার্চ দুপুর 12 টায় লঞ্চ হতে চলেছে। আপকামিং স্মার্টফোনের ডিজাইন, রঙ এবং স্পেসিফিকেশন ইতিমধ্যে টিজ করে দিয়েছে কোম্পানি। এই স্মার্টফোনটি রিয়েলমি 12 5G এর সাথে লঞ্চ করা হবে।
রিয়েলমি 12 5G ফোনের বি-বুকিংও শুরু করে দিয়েছে কোম্পানি। কোম্পানির ওয়েবসাইটে নতুন স্মার্টফোনের প্রি-অর্ডার এবং সেল তারিখের ঘোষনাও করে দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন ফোনে কী থাকবে বিশেষ।
আরও পড়ুন: OPPO ধামাকা এন্ট্রি! 32MP সেলফি এবং মিডিয়াটেক প্রসেসর সহ লঞ্চ হল নতুন ফোন, জানুন দাম কত
গ্রাহকরা রিয়েলমি 12 5G এবং রিয়েলমি 12+ 5G ফোনটি 5 মার্চ রাত 11.59 টা পর্যন্ত বি-বুকিং করতে পারবেন। ফোনের বুকিং রিয়েলমি সাইট, ই-কমার্স Flipkart এবং মেন স্টোর থেকে করা যাবে।
রিয়েলমি 12 5G ফোনের বুকিং করা গ্রাহকরা, ফোনের বিক্রির সময় 1000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া ফোনের 8+128GB মডেলের সাথে 1,000 টাকা অতিরিক্ত ডিসকাউন্টও দেবে কোম্পানি।
শুধু তাই নয়, গ্রাহকরা 1 বছরের বিনামূল্যের স্ক্রিন-ড্যামেজ প্রটেকশনও পাবেন।
এখানেই শেষ নয়, গ্রাহকরা ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনাকাটায় প্রি-বুকিং সুবিধা হিসেবে 1 বছরের মোবাইল প্রটেকশনও পাবেন।
বিক্রির কথা বললে, রিয়েলমির দুটি ফোনের সেল 6 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত হবে।
রিয়েলমি 12 5G ফোনের রিয়ার ক্যামেরা সেটআপে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকতে পারে।
লিক অনুযায়ী, রিয়েলমি 12 5G ফোনে 6.72-ইঞ্চি IPS LCD ডিসপ্লে থাকতে পারে। এতে FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হবে।
গিকবেঞ্চ অনুযায়ী, প্রসেসিংয়ের জন্য ফোনে MediaTek Dimensity 6100+ চিপসেট অফার করা হবে।
রিয়েলমি স্মার্টফোনে 8 জিবি + 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
পাওয়ার দিতে স্মার্টফোনে 4880mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এটি লিক থেকে জানা গিয়েছে। তবে আশা করা হচ্ছে যে ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হবে।
টিজারে রিয়েলমি 12 5G ফোনে বড় গোল আকারের ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে।
নতুন ফোনটি লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টাম সহ আসতে পারে।
আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Redmi ফোনে বাম্পার ছাড়, হাজার টাকা সস্তায় কেনার সুযোগ!