#image_title
Realme সম্প্রতি ভারতে তার দুটি নতুন ফোন নিয়ে হাজির হয়েছে- Realme 11 5G এবং Realme 11X 5G। এই দুটি ফোনের মধ্যে Realme 11X এর আজ দুপুর 12টায় সেল শুরু হতে চলেছে। ফোনের বিক্রি ই-কমার্স সাইট Flipkart এবং কোম্পানির অফিসিয়াল সাইট থেকে করা হবে। Realme 11X ফোনের দাম 14,999 টাকা থেকে শুরু হয়।
এই ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি 14,999 টাকায় কেনা যাবে। এছাড়া ফোনের 8GB RAM মডেলের দাম 15,999 টাকা রাখা হয়েছে।
অফারের কথা বললে, Flipkart Axis Bank Card থেকে পেমেন্টে করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া ফোনটি 5000 টাকার নো-কস্ট EMI অপশনেও কেনা যেতে পারে।
https://twitter.com/realmeIndia/status/1694747833965158600?ref_src=twsrc%5Etfw
রিয়েলমির ফোনের ডিসপ্লে 6.72-ইঞ্চির ডায়নামিক আল্ট্রা স্মুদ স্ক্রিন দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ 5G প্রসেসর সহ আনা হয়েছে।
ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া, যার প্রাইমারি সেন্সর 64MP এবং দ্বিতীয় সেন্সর 2MP এর দেওয়া। ফোনে সেলফি সেন্সর হিসেবে থাকবে 8MP লেন্স।
আরও পড়ুন: Jio Bharat 4G Amazon Sale: 999 টাকার জিও ফোনের বিক্রি এখন Amazon থেকে , এই দিন শুরু হবে সেল
পাওয়ার দিতে ফোনে 33W SuperVOOC চার্জিং সাপোর্ট দেওয়া, যা 5000mAh ব্যাটারির সাথে আসে।
ফোনে Realme UI 4.0 দেওয়া, যা Android 13 এর ভিত্তিতে কাজ করে।