#image_title
Realme সংস্থা তার 11 সিরিজের আওতায় দুটি নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে। ভারতে কোম্পানির এই দুটি লেটেস্ট স্মার্টফোন হল Realme 11 5G এবং Realme 11x 5G। রিয়েলমির এই দুটি স্মার্টফোনই MediaTek চিপসেটে কাজ করে। এর পাশাপাশি ফোনটি Android 13 অপারেটিং সিস্টামে রান করে।
Realme এর এই দুটি ফোন প্রিমিয়াম ডিজাইন অফার করে, যার সাথে রয়েছে ফ্ল্যাট পাঞ্চ হোল ডিসপ্লে এবং কার্ভড ডিসপ্লে।
https://twitter.com/realmeIndia/status/1694288504199798831?ref_src=twsrc%5Etfw
ডিসপ্লে হিসেবে, Realme 11 5G ফোনে পাওয়া যাবে 6.72-ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ সাপোর্ট করে।
ফোনটি MediaTek ডাইমেনসিটি 6100+ প্রসেসরে কাজ করে।
Realme ফোনটি দুটি স্টোরেজ অপশনের সাথে আসে- 8GB RAM+ 128GB এবং 8GB+ 256GB স্টরোজে।
ফটোগ্রাফির জন্য Realme 11 ফোনে 108MP+2MP রিয়ার ক্যামেরা রয়েছে এবং সেলফি সেন্সর হিসেবে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া।
ফোনটি 5000mAh ব্যাটারি সহ আসে, যা 67W SUPERVOOC ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
এবার কথা, Realme 11X 5G ফোনের, এতে 6.72-ইঞ্চি FHD+ ডিসপ্লে দেওয়া, যা 120Hz রিফ্রেশ রেট সহ আসে।
Realme 11 5G ফোনের মতোই এটি ফোনটিও মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রেসসর সহ আসে।
Realme 11X 5G ফোনটিও দুটি RAM অপশনে আসে- 6GB+8GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে।
Realme 11 এর তুলনায় Realme 11X 5G ফোনটি ক্যামেরা ডিপার্টমেন্ট আলাদা দেওয়া হয়েছে। ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যা 64MP+2MP সেন্সর এবং সেলফি হিসেবে থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা।
Realme 11X 5G ফোনেও 5000mAh ব্যাটারি দেওয়া তবে, এটি 33W SUPERVOOC ফাস্ট চার্জিং টেকনোলজি সহ আসে।