লঞ্চের আগে ফাঁস হল Realme 10 4G ফোনের বিক্রির তারিখ, ফিচার এবং দাম, জানুন কী থাকবে বিশেষ

লঞ্চের আগে ফাঁস হল Realme 10 4G ফোনের বিক্রির তারিখ, ফিচার এবং দাম, জানুন কী থাকবে বিশেষ
HIGHLIGHTS

Realme 10 4G ফোনে কী কী ফিচার থাকবে, কোন রঙে মিলবে জানা গেল

4 GB RAM 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM 256 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট মুক্তি পাবে এই ফোনের

এই ফোনের দাম ভারতে 17,000 থেকে 19,000 এর মধ্যে হবে

Realme এর তরফে জানানো হল আগামী মাসেই Realme 10 4G ফোনটি আত্মপ্রকাশ ঘটাতে চলেছে। নির্দিষ্ট কিছু মার্কেটে আপাতত এই ফোনটির বিক্রি শুরু হবে প্রথমে এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে। 1 নভেম্বর এই ফোন আত্মপ্রকাশ ঘটাবে। MySmartPrice এর তরফে Paras Guglani নামক এক সাইটিং লিকার এমনটাই জানিয়েছেন।

এই ফোনে কী কী RAM বা ফিচার থাকবে তাও জানা গিয়েছে। সবার আগে ফোনটি বিশ্ব বাজারে লঞ্চ হবে, তারপর এটা ভারতের বাজারে আসবে, এমনটাই জানা গিয়েছে। এই ফোনটির 5G ভার্সন আসবে, সেটা প্রকাশ্যে এনেছে 3সি সার্টিফিকেশন ওয়েবসাইট। এখান থেকেই এই ফোনের জানা গিয়েছে ব্যাটারি, ইত্যাদি সম্পর্কেও। 

এই ফোন কোন রঙে মিলবে আর দাম কত হবে? 

পিংক, ব্লু এবং গ্রে এই তিনটি রঙে 1 নভেম্বর থেকেই মিলবে এই ফোনটি। সঙ্গে তিনটি RAM ভ্যারিয়েন্ট মিলবে এই ফোনের। এই ভ্যারিয়েন্টগুলো হল 4 GB RAM 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM 256 GB ইন্টারনাল স্টোরেজ। বিশ্ব বাজারে এই ফোনের দাম ভারতীয় অর্থে 15,650 থেকে 17,300 টাকার মধ্যে হবে। অন্যদিকে নভেম্বরের মাঝামাঝি এই ফোন যখন ভারতে লঞ্চ করবে তখন তার দাম রাখা হবে 17,000 থেকে 19,000 টাকার মধ্যেই। যদিও ব্যাংক অফার সহ দাম আরও কমবে। 

Realme 10 4g

এই ফোনে কী কী ফিচার থাকবে? 

জানা গিয়েছে এই ফোনে 90 HZ রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি FULL HD+ AMOLED ডিসপ্লে থাকবে। MediaTek Helio G99 প্রসেসর থাকবে এই ফোনে। 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি থাকবে এই ফোনে। 50 এবং 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর সহ ডুয়াল ক্যামেরা থাকবে এই ফোনে। 3.5mm হেডফোন জ্যাক থাকবে এই ফোনে। অন্যদিকে এই ফোনের 5G ভার্সনের কথা জানা গিয়েছে 3সি সার্টিফিকেশন ওয়েবসাইটের থেকে, সেখান থেকেই জানা গেছে এই ফোনে 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি থাকতে পারে।

Digit.in
Logo
Digit.in
Logo