আজকে দুপুর 12টায় প্রথমবার পাঞ্চ হোল ক্যামেরা যুক্ত VIVO Z1 PRO ফোনটি বিক্রি করা হবে

Updated on 11-Jul-2019
HIGHLIGHTS

Vivo Z1 Pro আজ দুপুর 12টায় কেনা যাবে

ফোনটির প্রাথমিক দাম 14, 990 টাকা

এই ফোনের তিনটি ভেরিয়েন্ট আছে

সবে কিছু দিন আগেই ভারতে ভিভো তাদের VIVO Z1 PRO ফোনটি লঞ্চ করেছিল। আর আজকে এই ফোনের প্রথম ফ্ল্যাশ সেলে ফ্লিপকার্টে আসছে। ফ্লিপকার্ট ছাড়াও এই ফোনটি আজকে আপনারা ভিভোর অফিসিয়াল সাইট থেকেও কিনতে পারবেন।  আর এই ফোনটি ভারতে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ আছে যা 14,990 টাকায় কেনা যাবে।

Vivo V Z1 Pro ফোনের দাম

ভিভোর এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনটির 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,990 টাকা। এই ফোনের 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি 16,990 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনের সব থেকে বড় ভেরিয়েন্টটি 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের সঙ্গে 17,990 টাকায় কিনতে পারবেন।

আর এর সঙ্গে যদি ফোনটি ফ্লিপকার্ট থেকে কেনার সময়ে ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কেনেন তবে 750 টাকার ডিস্কাউন্ট পাওয়া যেতে পারে।

Vivo Z1 Pro ফোনটির স্পেসিফিকেশান

এই ভিভো ফোনটিতে আপনারা একটি 6.53 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই ফোনে এর সঙ্গে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712 অক্টা কোর প্রসেসার দেওয়া হয়েছে।

ফোনটির ক্যামেরার বিষয়টি যদি বলেন তবে এই ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন যা 16MP+8MP+2MP র ক্যামেরার সঙ্গে এসেছে। আর এই ফোনের ফ্রন্টে পাঞ্চ হোল ক্যামেরা আছে আর এই পাঞ্চ হোল ক্যামেরাটি 32MPর। এই ফোনে আপনারা ট্রিপেল কার্ড স্লট পাবেন। মানে ফোনে দুটি সিমের সঙ্গে একই সঙ্গে মাইক্রো এসডি কার্ডও ব্যাবহার করতে পারবেন। আর এই ফোনটি এর সঙ্গে 5000mAh য়ের ব্যাটারি যুক্ত। ফোনটি কুইক চার্জ সাপোর্ট করে।

Vivo Z1 Pro ফোনের র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টের বিষয়ে যদি বলি তবে এই ফোনে আপনারা তিনটি ভেরিয়েন্ট পাবেন। 4GB র‍্যাম 64GB স্টোরেজ, 6GB র‍্যাম 64GB স্টোরেজ আর 6GB র‍্যাম 128GB স্টোরেজ, আর এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

Connect On :