Poco ভারতে তাদের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। জানা গিয়েছে 2023 সালের ফেব্রুয়ারিতে হয়তো এই কোম্পানির তরফে নতুন ফোনটি দেশে লঞ্চ করা হবে। আসন্ন ফোনটির না। Poco X5 Pro। ইতিমধ্যেই এই ফোনটির টিজার লঞ্চ করে গেছে এবং হার্দিক পান্ড্যকে Poco X5 Pro- এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়েছে। ইতিমধ্যেই টুইটারে Poco সংস্থার তরফে এই ফোনটির একাধিক ছবি পোস্ট করা হয়েছে। জানানো হয়েছে যে দেশে জলদি এই ফোনটি লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে আগামী 6 ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে ফোনটি।
জানা গিয়েছে যে এখানে একটি 120 Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির একটি full HD OLED ডিসপ্লে আছে। Poco X5 Pro ফোনটি পরিচালিত হবে Qualcomm Snapdragon 778G প্রসেসরের সাহায্যে। যে টিজার প্রকাশ্যে এসেছে সেখান থেকে জানা গিয়েছে যে এই ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। একই সঙ্গে এটাও জানা গিয়েছে যে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। এটির সঙ্গে থাকবে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা থাকবে। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে এই ফোনে জেতার সাহায্যে সেলফি তোলা এবং ভিডিও কল করা যাবে।
67W ফাস্ট চার্জিং- এর সুবিধা সহ এখানে একটি 5000 mAh ব্যাটারি মিলবে। জানা গিয়েছে 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে এই ফোনটি। এছাড়া সুবিধার জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ডুয়াল সিম সাপোর্ট, ব্লুটুথ কানেকশন, ইত্যাদি।
অনুমান করা হচ্ছে 21 হাজার টাকার আশপাশ থেকে শুরু হবে এই ফোনের দাম। গ্রাহকরা এখানে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাবেন। যেমন 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়া গ্রাহকরা চাইলে স্টোরেজ বাড়াতে পারবেন বলেই মনে করা হচ্ছে। হয়তো কোম্পানির তরফে এখানে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ দেওয়া হবে।