জানুয়ারী মাসের এই দিন ভারতে লঞ্চ হবে Poco এর সস্তা স্মার্টফোন, জানুন কত হবে দাম এবং স্পেক্স

Updated on 31-Dec-2025

পোকো অবশেষে ভারতে তার লেটেস্ট স্মার্টফোন Poco M8 5G এর লঞ্চ তারিখের ঘোষণা করে দিয়েছে। পোকো এম8 5জি স্মার্টফোনটি ভারতে 8 জানুয়ারী 2026 এ আসবে। এছাড়া কোম্পানি জানিয়েছে যে আপকামিং ডিভাইসটি 7.3mm থিকনেস এবং 178 গ্রাম ওজন সহ আসবে।

ভারতে কবে লঞ্চ হবে Poco M8 5G স্মার্টফোন

আপকামিং পোকো এম8 5জি ফোনটি 8 জানুয়ারী 2026 দুপুর 12টায় Flipkart সাইট থেকে চালু করা হবে। ফ্লিপকার্টের মাইক্রোসাইটটি ইতিমধ্যেই লাইভ করে দেওয়া হয়েছে যা নিশ্চিত করছে যে পোকো এম8 5জি ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে বিক্রি হবে। তবে কোম্পানি তার আরেকটি ফোনে বিষয় কোনো তথ্য জানায়নি, তবে পোকো এম8 প্রো 5জি নিয়ে গত কয়েকদিন ধরে খবর আসছে।

আরও পড়ুন: PAN-Aadhaar লিঙ্ক করার আজ শেষ সুযোগ, বাড়ি বসেই মোবাইল করে নিন পুরো প্রসেস, দেখে নিন কীভাবে

Poco M8 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

ফিচারের কথা বললে, পোকো এম8 5জি ফোনটি Redmi Note 15 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। যদি এমনটি হয় তবে পোকো এম8 5জি ফোনে রয়েছে 6.77-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে যা 120Hz রিফ্রেশ রেট এবং 3200 নিট পিক ব্রাইটনেস সহ কর্ণিং গরিল্লা গ্লাস 7i প্রোটেকশন থাকবে।

প্রসেসস হিসেবে পোকো এম8 5জি ফোনটি Snapdragon 6 Gen 3 চিপসেটে কাজ করতে পারে। এটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা। এছাড়া এতে 5520mAh ব্যাটারি থাকতে পারে যা 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

লিক থেকে জানা গেছে যে পোকো এম8 5জি ফোনে OIS সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকতে পারে। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য এতে একটি 20 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যেতে পারে।

সম্প্রতি লঞ্চ হওয়া শাওমি ডিভাইসগুলোর মতোই, পোকো এম8 5জি ফোনটি অ্যান্ড্রয়েড 15-এর উপর ভিত্তি করে তৈরি হাইপারওএস 2-এ চলতে পারে। এতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং জল ও ধুলো প্রতিরোধের জন্য একটি IP68 রেটিং-এর সুবিধাও থাকতে পারে।

ভারতে কত দাম হবে পোকো এম8 5জি ফোনের

দামের কথা বললে, পোকো এম7 ভারতে 9999 টাকার শুরু দামে লঞ্চ হয়েছিল। তবে, এর সাস্কেসার হিসেবে পোকো এম8 5জি ফোনটি 15,000 টাকার বেশি দামে আসতে পারে। কারণ রেডমি নোট 15 5জি ফোনটি ভারতে প্রায় 20,000 টাকা দামে আসবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: Jio এর সবচেয়ে সস্তা 5G রিচার্জ প্ল্যান, 200 টাকার কম দামে একগুচ্ছ সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :