POCO F1 ফোনের 128GB ভেরিয়েন্ট মাত্র 20,999 টাকায় পাওয়া যাচ্ছে

Updated on 02-May-2019
HIGHLIGHTS

এই ডিভাইসের 128GB ভেরিয়েন্ট 20,999 টাকায় পাওয়া যাচ্ছে

ফোনের দামে 200 টাকা ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

ফোনটি গত বছর আগস্ট মাসে লঞ্চ হয়েছিল

Xiaomi র সাব ব্র্যান্ড Pocophone য়ের প্রথম স্মার্টফোন POCO F1 য়ের দাম কমেছে। এই ফোনটি স্ন্যাপড্র্যাগন 845 চিপসেট যুক্ত আর এর দাম 20,000 টাকা থেকে শুরু হচ্ছে। আর কোম্পানি এই ফোনের দাম এর আগেও কমিয়েছিল আর এবার এই দাম কমানোর পরে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ মডেলের দামও কমেছে। এই ফোনটি গত বছর আগস্ট মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল আর ভারতে এই ডিভাইসটির দাম এই নিয়ে দ্বিতীয়বার কমল।

Xiaomi তাদের Poco F1 স্মার্টফোনটি 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2000 টাকা কমেছে আর এবার এই ফোনটি 20,999 টাকায় কেনা যাবে।

Poco F1 ফোনে একটি হাই এন্ড চিপসেট আছে আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে একটি 12+5MP র ক্যামেরা আছে আর এই ফোনটি AI ক্যামেরা যুক্ত। আর এর সঙ্গে এই ফোনের ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা আছে। আর এই ফোনে 4,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর যা কোয়াল্কমের কুইক চার্জ 3.0 সাপোর্ট যুক্ত।

এই ফোনে একটি 6.18 ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে যা 18:7:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত। এই ফোনে স্ন্যাপড্র্যাগন 845 SoC আছে আর ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :