প্রথম সেলে দেদার ছাড়, 11 হাজার টাকার কম দামে 6000mAh ব্যাটারি সহ নতুন POCO ফোন আজ কেনার সুযোগ

Updated on 16-Dec-2025

নতুন স্মার্টফোন সস্তা দামে কেনার কথা ভাবছেন, তবে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আসলে, আজ 16 ডিসেম্বর ভারতে POCO C85 5G ফোনের প্রথম সেল শুরু হবে। নতুন পোকো সি85 5জি ফোনটি চলতি মাসের 9 ডিসেম্বর লঞ্চ করা হয়েছিল। সস্তা হওয়ার সত্ত্বেও পোকোর এই স্মার্টফোনে 6000mAh ব্যাটারি সহ 50 মেগাপিক্সেল মতো দুর্দান্ত ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক প্রথম সেলে পোকো সি85 5জি ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।

ভারতে POCO C85 5G স্মার্টফোনের দাম কত

দামের কথা বললে, পোকো সি85 5জি ফোনটি 11,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছে। এই দামে ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 6GB+128GB মডেলের দাম 12,999 টাকা এবং 8GB+!28GB স্টোরেজের দাম 14,499 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: Jio লঞ্চ করল Happy New Year Plan 2026, আনলিমিটেড 5G সহ মিলবে গুগল জেমিনি প্রো

তবে প্রথম সেল অফারের আওতায় কোম্পানি পোকো সি85 5জি ফোনে 1000 টাকার ছাড় অফার করবে। যার পরে দাম কমে 10,999 টাকা থেকে শুরু হবে। ফোনের বিক্রি দুপুর 12টায় Flipkart থেকে শুরু হবে। এটি মিস্টিক পার্পল, স্প্রিং গ্রিন এবং পাওয়ার ব্ল্যাক কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

পোকো সি85 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, পোকো নতুন ফোনে 6.9-ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট, 810 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি হাইপর ওএস 2.2 তে কাজ করে, যা Android 15 ভিত্তিকে তৈরি করা।

প্রসেসর হিসেবে পোকো সি85 5জি ফোনে রয়েছে অক্টা-কোর 6nm মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট এবং মালী-G57 MC2 জিপিউ। ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ পেয়ার করা।

ক্যামেরার ক্ষেত্রে পোকো সি85 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এতে 50 মেগাপিক্সেল এবং QVGA ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে পোকো সি85 5জি ফোনে দেওয়া 6000mAh ব্যাটারি যা 33W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 10W ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। কোম্পানির দাবি যে ফোনটি 28 মিনিটে 1-50 শতাংশ চার্জ করবে।

আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা এবং শক্তিশালী Snapdragon প্রসেসর সহ Motorola 5G Slim স্মার্টফোন ভারতে লঞ্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :