পেটিএমের দারুন অফারে দারুন সব ফোন

Updated on 14-Aug-2019
HIGHLIGHTS

আপনারা এখানে পেটিএমের ক্যাশব্যাকের সুযোগ ওপাবেন

এখানে এই অফারে কম দামে ফোন কেনা যাচ্ছে

পেটিএম মলে আরও একবার দারুন অফার এসেছে। এবার পেটিএম মলে আপনারা ক্যাশব্যাকের সঙ্গে দারুন সব ফোন পাবেন। আর এই ক্যাশব্যাক 5%-8% পর্যন্ত পাওয়া যাচ্ছে। এই তালিকায় রেডমি থেকে অ্যাপেল আইফোন সবই আছে।

Redmi Note 7 Pro

এই রেডমি ফোনটির দাম এমনিতে 15,999 টাকা বলা হয়েছে আর এই ফোনটি পেটিএম মলে 14,398 টাকায় কেনা জাচ্ছে। আর এর সঙ্গে 5% ক্যাশ ব্যাক পাওয়া যাচ্ছে জার পরে এটি আপনারা 13,678 টাকায় কিনতে পারবেন। এটি এই ফোনের 4GB র‍্যাম ভেরিয়েন্ট। এখান থেকে কিনুন।

Redmi Note 7S

3GB র‍্যাম ভেরিয়েন্টের এই রেডমি ফোনটি আপনারা এখানে 10,465 টাকায় কিনতে পারবেন। এর আসল দাম এখানে 11,999 টাকা বলা হয়েছে আর এটি 5% ক্যাশব্যাকের পরে আপনারা 9942 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

Samsung Galaxy A50

4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের এই স্যামসাং ফোনটির আসল দাম এখানে 21,000 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি পেটিএম মলে 18,490 টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।

Redmi Y3

এই 3GB র‍্যাম আর 32GB স্টোরেজের রেডমির সেলফি সেন্ট্রিক Y3 ফোনটির দাম এমনিতে 11,999 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি আপনারা এখানে 9211 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনটি 5% ক্যাশব্যাকের পরে আপনারা 8750 টাকায় কিনতে পারবেন. এখান থেকে কিনুন।

Vivo V11 Pro

64GB র এই ভিভোফোনটির দাম এমনিতে 28,990 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি এবার আপনারা এখানে মাত্র 15,990 টাকায় কিনতে পারবেন। আর পেটিএমের 7% ক্যাশব্যাকের পরে আপনারা এই ফোনটি 14,871 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন। 

Apple iPhone X

আপনারা আজকে এই অ্যাপেল আইফোনটি 91,900 টাকার জায়গায় 66,399 টাকায় কিনতে পারবেন। আর এটির ওপরে পেটিএমের ক্যাশব্যাকের পরে আপনারা 61,087 টাকায় কিনতে পারবেন। আর এর ওপরে এখানে 8% ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারের কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরা করে থাকেন।

Connect On :