OPPO RENO 2 ফোনটি জানুয়ারি 2020 র সিকিউরিটি প্যাচ আপডেট পাচ্ছে

OPPO RENO 2 ফোনটি জানুয়ারি 2020 র সিকিউরিটি প্যাচ আপডেট পাচ্ছে
HIGHLIGHTS

Oppo Reno2 সফটোয়্যার আপডেট পাচ্ছে

এর ডাউনলোড সাইজ 3.2GB

এই আপডেট ফোনের ছবিতে ওয়াটারমার্কের সুবিধা দেবে

Oppo Reno2 গ্রাহকদের জন্য একটি দারুন খর কারন তাদের ফোনে একটি নতুন সফটোয়্যার আপডেট পাচ্ছে। এই আপডেট অটোমেটিকালি ব্যাকরাগিন্ড দিচ্ছে আর সঙ্গে কালার OS6.1 কে আরও ভাল করছে। আর Oppo Reno2ফোনটি সফটোয়্যার আপডেট সেটিংস সেকশানে পাবেন। আর আপনারা এখনও যদি এই আপডেট না পেয়ে থাকেন তবে আর কয়েক দিনের মধ্যেই আপডেট পেয়ে যাবেন।

ওপ্পোর চেনলগ অনুসারে এই নতুন সফটোয়্যার আপডেটের ভার্সান নাম্বার ‘CPH1907EX_11_A.28’ আর এর সাইজ 3.24GB। এটি একটি বড় ডাউনলোড সাইজ আর তাই আমাদের মতে ওইফাই থেকে এই আপডেট ডাউনলোড করা উচিৎ।  এই আপডেট 2020 র জানুয়ারি র অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচের সঙ্গে এসেছে। আর এর সঙ্গে আপনারা এবার এই ফোনের ক্যামেরাতে ওয়াটারমার্ক ব্যাবহার করার সুযোগ পাবেন। যা আপনারা ডিফ্লট ক্যামেরা অ্যাপের অপশানে পাবেন।

রেনো 2 ফোনটি 2019 সালের আগস্ট মাসে লঞ্চ হয়েছিল আর এই ফোনটয়ির সঙ্গে কোম্পানি তাদের Reno2 Z আর  Reno2 F ফোন দুটিও লঞ্চ হয়েছে। এই Oppo Reno 2 ফোনের একটি ভেরিয়েন্ট এসেছে 8GB র‍্যাম আর 256GB স্টোরেজের যা 36,990 টাকায় কেনা যাবে। আর এই ফোনের সঙ্গে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন যা 48Mp র মেন ক্যামেরার সঙ্গে 13Mp র ক্যামেরা একটি 8MP র ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2Mp র ম্যাক্রো লেন্স দিচ্ছে। আর এর সঙ্গে এই ফোনে 16MP র ফ্রন্ট ক্যামেরা আছে। আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরা একটি পপ আপ সেলফি ক্যামেরা ফোন।

ফ্ল্যাগশিপ ফোনে যেখানে বেশিরভাগ ক্ষেত্রে স্ন্যাপড্র্যাগন 855/855 প্লাস আছে সেখানে ওপ্পো reno 2 ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 730G। আর এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন যা VOOC ফ্ল্যাশ চার্জ 3.0 সাপোর্ট করে।Oppo Reno2 গ্রাহকদের জন্য একটি দারুন খর কারন তাদের ফোনে একটি নতুন সফটোয়্যার আপডেট পাচ্ছে। এই আপডেট অটোমেটিকালি ব্যাকরাগিন্ড দিচ্ছে আর সঙ্গে কালার OS6.1 কে আরও ভাল করছে। আর Oppo Reno2ফোনটি সফটোয়্যার আপডেট সেটিংস সেকশানে পাবেন। আর আপনারা এখনও যদি এই আপডেট না পেয়ে থাকেন তবে আর কয়েক দিনের মধ্যেই আপডেট পেয়ে যাবেন।

ওপ্পোর চেনলগ অনুসারে এই নতুন সফটোয়্যার আপডেটের ভার্সান নাম্বার ‘CPH1907EX_11_A.28’ আর এর সাইজ 3.24GB। এটি একটি বড় ডাউনলোড সাইজ আর তাই আমাদের মতে ওইফাই থেকে এই আপডেট ডাউনলোড করা উচিৎ।  এই আপডেট 2020 র জানুয়ারি র অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচের সঙ্গে এসেছে। আর এর সঙ্গে আপনারা এবার এই ফোনের ক্যামেরাতে ওয়াটারমার্ক ব্যাবহার করার সুযোগ পাবেন। যা আপনারা ডিফ্লট ক্যামেরা অ্যাপের অপশানে পাবেন।

রেনো 2 ফোনটি 2019 সালের আগস্ট মাসে লঞ্চ হয়েছিল আর এই ফোনটয়ির সঙ্গে কোম্পানি তাদের Reno2 Z আর  Reno2 F ফোন দুটিও লঞ্চ হয়েছে। এই Oppo Reno 2 ফোনের একটি ভেরিয়েন্ট এসেছে 8GB র‍্যাম আর 256GB স্টোরেজের যা 36,990 টাকায় কেনা যাবে। আর এই ফোনের সঙ্গে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন যা 48Mp র মেন ক্যামেরার সঙ্গে 13Mp র ক্যামেরা একটি 8MP র ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2Mp র ম্যাক্রো লেন্স দিচ্ছে। আর এর সঙ্গে এই ফোনে 16MP র ফ্রন্ট ক্যামেরা আছে। আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরা একটি পপ আপ সেলফি ক্যামেরা ফোন।

ফ্ল্যাগশিপ ফোনে যেখানে বেশিরভাগ ক্ষেত্রে স্ন্যাপড্র্যাগন 855/855 প্লাস আছে সেখানে ওপ্পো reno 2 ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 730G। আর এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন যা VOOC ফ্ল্যাশ চার্জ 3.0 সাপোর্ট করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo