OPPO আনছে 200MP ক্যামেরা, 6500mAh ব্যাটারি সহ Reno 15, থাকবে MediaTek Dimensity শক্তিশালী প্রসেসর

Updated on 04-Nov-2025

চীনা স্মার্টফোন কোম্পানি ওপ্পো তার নতুন স্মার্টফোন OPPO Reno 15 Series শীঘ্রই লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। ওপ্পোর এই আপকামিং মিড বাজেট স্মার্টফোন সিরিজ আগামী কিছু মাসে আসতে চলেছে। সম্প্রতি ওপ্পো 15 সিরিজ সম্পর্কে একাধিক লিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। ওপ্পো রেনো 15 সিরিজে তিনটি স্মার্টফোন অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এতে Oppo Reno 15, Oppo Reno 15 Pro এবং Oppo Reno 15 Mini আনা হবে।

গিকবেঞ্চে লিস্ট করা হয়েছে Oppo Reno 15

ওপ্পো রেনো 15 ফোনটি সার্টিফিকেশন সাইট গিকবেঞ্চ সাইটে দেখা গেছে। রেনো 15 ফোনে MediaTek Dimensity 8450 চিপসেট সহ আসবে। লিক রিপোর্ট অনুযায়ী, এই সিরিজের বাকি দুটি ফোনে একই প্রসেসর দেওয়া যেতে পারে। গিকবেঞ্চে রেনো 15 ফোনটি মডেল নম্বর PLV110 সহ লিস্ট করা। এটি সিঙ্গেল কোরে 1668 এর স্কোর পাওয়া গেছে। তবে মাল্টিকোর এটি 6,274 স্কোর করেছে। এই ফোন Android 16 এর ভিত্তিক ColorOS 16 অপারেটিং সিস্টামে কাজ করবে এবং এতে 16GB RAM ও থাকবে।

আরও পড়ুন: ভারতে আগামীকাল লঞ্চ হবে 7000mAh ব্যাটারি সহ Moto G67 Power 5G স্মার্টফোন

আগে আসা লিক রিপোর্ট হিসেবে ওপ্পো রেনো 15 সিরিজ আগামী ডিসেম্বর মাসে লঞ্চ হতে পারে। রেনো 15 প্রো এবং রেনো 15 মিনি ফোনে 6.78-ইঞ্চি এবং 6.32 ইঞ্চির 1.5K রেজোলিউশন সহ ডিসপ্লে থাকতে পারে। তবে রেনো 15 ফোনে 6.59 ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। এই তিনটি ফোন মেটল ফ্রেম সহ আসতে পারে। সাথে এতে IP68 এবং IP69 রেটিং দেওয়া যেতে পারে।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে যে রেনো 15 সিরিজের বেস মডেলটিতে একটি Samsung HP5 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা থাকতে পারে। স্মার্টফোনে একটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও থাকতে পারে। এই সিরিজের একটি স্মার্টফোনে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরার পিছনের ক্যামেরা ইউনিট থাকতে পারে। এই স্মার্টফোনে 10,000mAh ব্যাটারি থাকতে পারে।

আরও পড়ুন: 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung 5G স্মার্টফোনে দেদার ছাড়, জানুন কত টাকা হল সস্তা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :