OPPO Reno 14 Launch in India
Oppo ভারতে তার লেটেস্ট Reno 14 5G এবং Reno 14 Pro 5G লঞ্চ করেছে। শুধু তাই নয়, স্মার্টফোনের পাশাপাশি কোম্পানি Pad SE ও নিয়ে এসেছে। স্মার্টফোনের কথা বললে, নতুন রেনো ১৪ সিরিজ কম্প্যাক্ট এবং দুর্দান্ত হার্ডওয়্যার সহ AI ফিচার অফার করে। রেনো সিরিজের দুটি ফোনই এরোস্পেস গ্রেড এলুমিনিয়াম ফ্রেম এবং IP66, IP68 এবং IP69 রেটিং সহ আসে।
রেনো১৪ প্রো ৫জি ফোনটি বড় ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি এবং হাই-এন্ড ক্যামেরা সেন্সর অফার করে। পাশাপাশি, রেনো১৪ ৫জি ফোনটি কম খরচে পারফরম্যান্স এবং দুর্দান্ত ফিচার অফার করে। আসুন জেনে নেওয়া যাক ওপ্পো রেনো ১৪ সিরিজের স্মার্টফোনের দাম এবং ফিচার কী রয়েছে।
আরও পড়ুন: ভারতে 7 জুলাই লঞ্চ হবে Honor X9c 5G, মিলবে 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6600mAh ব্যাটারি
ওপ্পো রেনো১৪ প্রো ৫জি ফোনটি 6.83ইঞ্চি LTPS AMOLED প্যানেল সহ 120Hz রিফ্রেশ রেট এবং গরিল্লা গ্লাস 7i প্রোটেকশন দেওয়া। এটি MediaTek Dimensity 8450 (4nm) এবং Mali-G720 AI GPU চিপসেটে কাজ করে। ফোনটি 12GB LPDDR5x RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা। পাওয়ার দিতে ওপ্পো রেনো ১৪ প্রো ফোনে 6200mAh ব্যাটারি পাওয়া যাবে যা 80W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া। এটি Android 15 ভিত্তিক কালার ওএস 15.0.2 এ চলবে। কোম্পানির দাবি যে এটি 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, রেনো ১৪ প্রো ফোনটি 50 মেগাপিক্সেল (OV50E, 1/1.55”, OIS), 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড (OV50D, 1/2.88”), 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স সহ আসে। ফ্রন্টে অটো ফোকস সহ 50 মেগাপিক্সেল সেলফি শুটার পাওয়া যাবে।
এবার কথা ওপ্পো রেনো ১৪ ৫জি ফোনের কথা। এতে 6.59-ইঞ্চি রিফ্রেশ রেট এবং গরিল্লা গ্লাস 7i প্রোটেকশন দেওয়া। রেনো ১৪ ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 চিপসেট সহ Mali-G615 GPU তে কাজ করে। ফোনটি 12GB RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা। পাওয়ার দিতে রেনো ১৪ ৫জি ফোনে 6000mAh ব্যাটারি এবং 80W ওয়্যারড চার্জিং সাপোর্ট দেওয়া। অপারেটিং সিস্টাম হিসেবে এটি ColorOS 15.0.2 (Android 15) তে কাজ করবে। ফোনে 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (IMX882, 1/1.95”, OIS), 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড (OV08D, 116° FoV), 50 মেগাপিক্সেল টেলিফটো (JN5, 3.5x, 80mm) পাওয়া যাবে। ফ্রন্টে 50 মেগাপিক্সেল সেলফি শুটার দেওয়া হয়েছে।
দুটি স্মার্টফোনই জলের ভিতরে ফটোগ্রাফি করতে সক্ষম।
দামের কথা বললে, ভারতে ওপ্পো রেনো ১৪ এর বেস মডেল 8GB RAM+256GB স্টোরেজের দাম 37,999 টাকা রাখা হয়েছে। এছাড়া 12GB RAM+256GB স্টোরেজের দাম 39,999 টাকা।
পাশাপাশি, রেনো ১৪ প্রো ৫জি ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 49,999 টাকা এবং 512GB স্টোরেজ ভার্সনের দাম 54,999 টাকা।
দুটি ফোনের বিক্রি 8 জুলাই থেকে Amazon, Vijay Sale এবং বাকি প্ল্যাটফর্মে কেনা যাবে।
আরও পড়ুন: 20 হাজার টাকার কম দামে বাড়িতে মিলবে থিয়েটারের মজা, সবচেয়ে সস্তায় 5টি সেরা Smart TV এর লিস্ট