Oppo Reno 14 Series top 5 features and expected price know here
OPPO Reno 14 Series ভারতে আগামীকাল 3 জুলাই লঞ্চ হবে। এই সিরিজের আওতায় Reno 14 5G এবং Reno 14 Pro 5G ফোন আসবে। এই দুটি ওপ্পো রেনো ১৪ সিরিজের মোবাইল ফোনে থাকবে AI ফিচার সহ দুর্দান্ত ক্যামেরা। সাথে থাকবে স্টাইলিশ লুক এবং চোখ ধাঁধানো স্পেসিফিকেশন। আসুন জেনে নেওয়া যাক কী বিশেষ থাকবে ওপ্পো রেনো ১৪ সিরিজে ফোনে।
রেনো ১৪ সিরিজ আগামীকাল 3 জুলাই দুপুর 12টায় ভারতে আসবে। এই ইভেন্টে দুটি নতুন ফোন ওপ্পো রেনো ১৪ ৫জি এবং রেনো ১৪ প্রো ৫জি ফোনটি ভারতে আসবে।
এই লঞ্চ ইভেন্টে ওপ্পো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট সহ কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখা যাবে। এছাড়া ফোনটি শপিং সাইট Flipkart এ লাইভ হবে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ Samsung Galaxy 5G ফোন এখন 10,499 টাকায় কেনা যাবে, মিলছে দেদার ছাড়
লিক অনুযায়ী, ওপ্পো রেনো ১৪ সিরিজের বেস মডেল রেনো ১৪ এর দাম 40,000 টাকা থেকে শুরু হতে পারে। যদিও এটি অফারের সাথে 39,999 টাকা দামে বিক্রি হবে।
পাশাপাশি, রেনো ১৪ প্রো ৫জি ফোনের দাম শুরু হতে পারে প্রায় 50 হাজার টাকার কাছাকাছি। এটি অফারের সাথে 49,999 টাকায় বিক্রি হতে পারে।
ডিসপ্লের কথা বললে, ওপ্পো রেনো ১৪ ফোনে 6.83-ইঞ্চির ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসর হিসেবে রেনো ১৪ প্রো ফোনটি চীনে মিডিয়াটেক ডাইমেনসিটি 8450 প্রসেসর সহ আনা হয়েছে। আশা করা হচ্ছে যে ভারতেও একই প্রসেসর সহ আসবে এই ফোন।
ফটোগ্রাফির ক্ষেত্রে রেনো ১৪ প্রো ফোনে থাকতে পারে 50MP wide-angle সেন্সর সহ 50MP ultra-wide-angle লেন্স এবং 50MP telephoto লেন্স। এটি 50MP সেলফি ক্যামেরা সাপোর্ট করবে। পাওয়ার দিতে ওপ্পো রেনো ১৪ ৫জি স্মার্টফোনে 6200mAh ব্যাটারি দেওয়া। এটি 80W ফাস্ট চার্জিং সহ পেয়ার করা।
বেস মডেল রেনো ১৪ ৫জি ফোনটি 6.69-ইঞ্চির ফুলএইচডি+ এমোলেড ডিসপ্লে সহ আসবে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসর হিসেবে রেনো ১৪ ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8450 অক্টাকোর প্রসেসরে চালু করা হবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওপ্পো রেনো ১৫ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ 50MP ওয়াইড-এঙ্গেল OIS सेंसर, 50MP টেলিফটো লেন্স এবং 8MP ওয়াইড-এঙ্গেল লেন্স থাকবে। ফ্রন্টে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে রেনো ১৪ স্মার্টফোনে 6000mAh ব্যাটারি সহ 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।