এই সিরিজের আওতায় দুটি মডেল Reno 13 এবং Reno 13 Pro আসবে
OPPO Reno 13 Series India Price leaked
OPPO Reno 13 series ভারতীয় বাজারে 9 জানুয়ারি লঞ্চ হতে প্রস্তুত। তবে লঞ্চের আগেই আপকামিং ওপ্পো রেনো 13 সিরিজের দাম অনলাইনে লিক হয়েছে। ভারতে আসার আগেই ওপ্পো রেনো 13 সিরিজের ফোন চীনে গত বছর নভেম্বর মাসে লঞ্চ করা হয়েছে। এই সিরিজের আওতায় দুটি মডেল Reno 13 এবং Reno 13 Pro আসবে। লঞ্চের আগেই আপকামিং ওপ্পো ফোনটি Flipkart সাইটে লিস্ট করা, যেখানে নিশ্চিত যে এটি কোন অনলাইন সাইটে বিক্রি হবে।
OPPO Reno 13 সিরিজের ভারতে কত দাম হবে
আপকামিং ওপ্পো রেনো 13 এবং রেনো 13 প্রি ফোনের ভারতীয় দাম X (টুইটার) সাইটে লিক হয়েছে। জনপ্রিয় টিপস্টার AN Leaks এটি প্রকাশ করেছে।
টিপস্টার অনুযায়ী, ওপ্পো রেনো 13 ফোনটি 37,999 টাকা দামে ভারতে লঞ্চ হবে। এই দামে ফোনের 8GB/128GB মডেল কেনা যাবে। পাশাপাশি, ফোনের 8GB/256GB স্টোরেজ মডেলের দাম 39,999 টাকা রাখা হয়েছে।
রেনো 13 প্রো ফোনটি 49,999 টাকায় লঞ্চ করা হবে। এই দামে ফোনের 12GB/256GB স্টোরেজ মডেলের হবে। এছাড়া 12GB/512GB স্টোরেজের দাম 54,999 টাকা রাখা হবে।
যদি টিপস্টারের লিক সঠিক হয় তবে OPPO reno 12 লাইনআপের তুলনায় অনেকটা দামি হবে। মনে করিয়ে দিয়ে যে গত বছর রেনো 12 ফোনটি 32,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। এই দাম 8GB/256GB স্টোরেজ মডেলের রাখা হয়েছিল।
কেমন হবে রেনো 13 5জি সিরিজের স্পেসিফিকেশন
ওপ্পোর নতুন লাইনআপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য MediaTek Dimensity 8350 প্রসেসর অফার করা হবে। এছাড়া এতে একাধিক AI ফিচারও থাকবে। জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে ওপ্পো রেনো 13, রেনো 13 প্রো ফোনে IP68 এবং IP69 রেসিস্টেন্ট অফার করা যেতে পারে।
প্রো মডেলে দুর্দান্ত ফটোগ্রাফির জন্য 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া যেতে পারে যা 120X পর্যন্ত জুম সাপোর্ট করবে। পাওয়ার দিতে ডিভাইসে 5800mAh ব্যাটারি সহ 80W ফাস্ট চার্জিং থাকবে বলে আশা করা হচ্ছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.