Oppo R15, Oppo R15 Dream Mirror Edition লঞ্চ হল

HIGHLIGHTS

Oppo R15 আর Oppo R15 Plus স্মার্টফোন দুটি চিনে 1 এপ্রিল থেকে পাওয়া যাবে, এই স্মার্টফোন গুলির বৈশিষ্ট্য iPhone X’র মতন notch ডিজাইন যুক্ত

Oppo R15, Oppo R15 Dream Mirror Edition লঞ্চ হল

শেষ অব্দি Oppo তাদের R15 আর R15 Dream Mirror Edition স্মার্টফোন দুটি চিনে  লঞ্চ করে দিয়েছে। মনে করা হচ্ছিল যে এই স্মার্টফোন গুলি 30 মার্চ লঞ্চ করা হবে। কিন্তু এই লঞ্চ ডেটের অনেক আগেই ফোন গুলি লঞ্চ হয়ে গেছে। Oppo R15 স্মার্টফোনটির দাম RMB 2,999 মানে প্রায় 30,650টাকা আর এটি তিনটি রঙের অপশানে পাওয়া যাবে, আপনারা এটি স্নো হোয়াইট, হট রেড, আর স্টার পারপাল কালারে কিনতে পারবেন। আর এছাড়া অন্য স্মার্টফোনটি মানে Oppo R15 Dream Mirror Edition য়ের দাম RMB 3,999 মানে প্রায় 33,700 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এছাড়া আপনাদের এও বলে রাখি যে এই হাই এন্ড মডেলটি হট রেড রঙে পাওয়া যাবে। আজকে ফ্লিপকার্ট আর অ্যামাজন স্মার্টফোন সহ বেশ কিছু জিনিসের ওপর ভাল ডিস্কাউন্ট দিচ্ছে, কোন স্মার্টফোনের ওপর 60%য়ের ডিস্কাউন্টও পাওয়া যাচ্ছে
 
আমরা যদি এই স্মার্টফোন গুলির স্পেসিফিকেশান দেখি তবে দেখা যাবে যে Oppo R15 স্মার্টফোনটিতে 6.28-ইঞ্চির OLED ডিসপ্লে আর 19:9 অ্যাস্পেক্ট রেশিওর স্ক্রিন আছে যা একটি FHD+ 2280×1080 রেজিলিউশানের ডিসপ্লে। আপনাদের বলে রাখি যে এর কল্ক স্পিড

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

2.0Ghz। এই স্মার্টফোনটিতে আপনারা একটি 6GB’র র‍্যাম পাবেন আর এর সঙ্গে এতে 128GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে আর তা মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে।

এই ফোনটিতে একটি 16-মেগাপিক্সালের সোনি IMX519 সেন্সার আছে, আর এছাড়া এতে একটি 5- মেগাপিক্সালের সেকেন্ডারি ক্যামেরাও আছে। এই স্মার্টফোনটিতে আপনারা একটি 20- মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এতে একটি 3450mAhয়ের ব্যাটারি, অ্যান্ড্রয়েড 8.1 Oreo আর অন্যান্য সব কানেক্টিভিটির অপশান আছে।

Oppo R15 Dream Mirror স্মার্টফোনটি কেমন তা একবার দেখে নেওয় যাক। আর এছাড়া আপনারা এতে প্রায় এক্রতি রকমের স্পেক্স পাবেন। এই স্মার্টফোনটিতে একটি সিরামেক বডী আছে। এই স্মার্টফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 অক্টা কোর প্রসেসার আছে, যার কল্ক স্পিড 2।2GHz। আর আপনারা এতেও একটি ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন, তবে এতে একটি 16-মেগাপিক্সালের আর 20-মেগাপিক্সালের ক্যামেরা সেটআপ আছে আর এছাড়া এই ফোনটির ফ্রন্টে একটি 20-মেগাপিক্সালের ক্যামেরা আছে।

এই ফোনটিতে একটি 3400mAhয়ের ব্যাটারি আছে , আর এছাড়া এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 8.1 Oreo’র সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এছাড়া কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ, 5.0, 4G LTE আর ডুয়াল সিম সাপোর্ট আছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo