OPPO Find X9 Pro Launched in India-
ওপ্পো আজ ভারতে Oppo Find X9 এবং Oppo Find X9 Pro স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। ওপ্পো ফাইন্ড এক্স9 প্রো এবং ফাইন্ড এক্স9 দুটি ফোনই মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসরে কাজ করবে। এই স্মার্টফোন কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ সহ শক্তিশালী বড় ব্যাটারি অফার করা হয়েছে। আসুন ওপ্পো ফাইন্ড এক্স9 এবং এক্স9 প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, ওপ্পো ফাইন্ড এক্স9 প্রো ফোনের 16GB RAM+512GB স্টোরেজের দাম 1,09,999 টাকা রাখা হয়েছে। পাশাপাশি, ফাইন্ড এক্স9 ফোনের 12GB RAM+256GB মডেলের দাম 74,999 টাকা এবং 16GB RAM+512GB স্টোরেজ মডেলের দাম 89,999 টাকা রাখা হয়েছে। ফাইন্ড এক্স9 প্রো ফোনটি সিলক হোয়াইট এবং টাইটেনিয়াম চারকোল মতো কালার অপশনে পাওয়া যাবে। নতুন দুটি ওপ্পো ফোনের বিক্রি 21 নভেম্বর থেকে শুরু হবে।
ফিচারের কথা বললে, ওপ্পো ফাইন্ড এক্স9 প্রো ফোনে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া যার রেজোলিউশন 2772×1272 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট, 3600 নিট পিক ব্রাইটনেস রয়েছে।
প্রসেসর হিসেবে ফোনটি MediaTek Dimensity 9500 চিপসেটে কাজ করে। এটি 16GB LPDDR5x RAM এবং 512GB UFS 4.1 স্টোরেজ সহ পেয়ার করা।
ক্যামেরার ক্ষেত্রে ফাইন্ড এক্স9 প্রো ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা সহ 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ফাইন্ড এক্স9 প্রো ফোনে পাওয়া যাবে 7500mAh ব্যাটারি যা 80W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এবার কথা, ফাইন্ড এক্স9 ফোনের ডিসপ্লের, এতে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে যা রেজোলিউশন 2760×1256 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz অফার করে।
প্রসেসর হিসেবে ফাইন্ড এক্স9 ফোনটি একই MediaTek Dimensity 9500 চিপসেটে কাজ করে। এটি 16GB LPDDR5x RAM এবং 512GB UFS 4.1 ইনবিল্ট স্টোরেজ সহ পেয়ার করা।
ক্যামেরা ফিচার হিসেবে ফাইন্ড এক্স9 ফোনে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল লেন্স, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সহ 2 মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা রয়েছে। এতে সেলফি তোলার জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করা হয়েছে।
ব্যাটারির ক্ষেত্রে ফাইন্ড এক্স9 ফোনে 7025mAh এর ব্যাটারি দেওয়া যা 80W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।
ফাইন্ড এক্স9 সিরিজের এই দুটি স্মার্টফোনই Android 16-এর উপর ভিত্তি করে ColorOS 16.0-এ কাজ করে।
আরও পড়ুন: OnePlus 15 এর পর ভারতে আসছে OnePlus 15R, প্রকাশ্যে এল টিজার, থাকবে 7800mAh ব্যাটারি