OPPO K13 Turbo 5G sale started with big deals
ওপ্পো সম্প্রতি তার নতুন স্মার্টফোন Oppo K13 Turbo 5G লঞ্চ করেছিল। আজ 18 অগাস্ট থেকে ওপ্পো কে১৩ টার্বো ৫জি ফোনটি বিক্রি করা হচ্ছে। ওপ্পো কে১৩ টার্বো ৫জি ফোনের বিক্রি Flipkart এবং ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরের পাশাপাশি মেনলাইন স্টোর থেকে কেনা যাবে। স্টর্ম ইঞ্জিন কুলিং টেকনোলজি সহ আসা ওপ্পো কে১৩ টার্বো ৫জি ফোনটি কত টাকা দামে কেনা যাবে এবং স্পেসিফিকেশন কী রয়েছে আসুন জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, ওপ্পো কে১৩ টার্বো ৫জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 27,999 টাকা রাখা হয়েছে। এছাড়া ফোনের 8GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 29,999 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: Airtel এর 200 টাকার কম দামের রিচার্জ প্ল্যান, 15 জিবি ডেটা সহ 90 দিনের জন্য JioHotstar সাবস্ক্রিপশন
অফারের আওতায় কোম্পানি এই ফোনে 3000 টাকার ব্যাঙ্ক ছাড় দেওয়া হচ্ছে। ছাড়ের পর ফোনের দাম কমে 24,999 টাকা থেকে শুরু হয়। এই অফার পেতে গ্রাহকদের Axis Bank, Bank of Baroda, DBS Bank, Federal Bank, HDFC Bank, IDFC First Bank এবং State Bank of India কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। ফোনটি First Purple, Knight White এবং Midnight Maverick কালার অপশনে কেনা যাবে।
কোম্পানি এই ফোনে 1280*2800 পিক্সেল রেজোলিউশন সহ 6.80-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া। ফোনে AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। ওপ্পো কে১৩ টার্বো ৫জি ফোনটি 8GB LPDDR5x RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা। প্রসেসর হিসেবে ওপ্পো ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8450 চিপসেট দেওয়া।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওপ্পো ফোনের রিয়ারে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া। এটি 50 মেগাপিক্সেল মেইন লেন্স সহ একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি মোনোক্রোম লেন্স পাওয়া যাবে। সেলফি তোলার জন্য ফোনের ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
পাওয়ার দিতে ওপ্পো কে১৩ টার্বো ৫জি ফোনে 7000mAh ব্যাটারি অফার করা হয়েছে। এই ব্যাটারি 80W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি বাইপাস চার্জিং ফিচার সহ আসে। জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে ফোনটি IPX9, IPX8 এবং IPX6 রেটিং সহ ফুল লেভল ওয়াটারপ্রুফিং সহ আসে।
আরও পড়ুন: 20 আগস্ট ভারতে Google এর বড় ইভেন্ট, লঞ্চ হবে Pixel 10 স্মার্টফোন, জানুন দাম থেকে স্পেসিফিকেশন