ওপ্পো কোম্পানি ভারতে তার লেটেস্ট স্মার্টফোন Oppo K13 5G লঞ্চ করেছে
ওপ্পো কে13 5জি ফোনের দাম ভারতে 17,999 টাকা দাম থেকে শুরু হয়
এতে সবচেয়ে বিশেষ জিনিস ওপ্পো কে13 ফোনের ব্যাটারি যা 7000mAh এর দেওয়া
Oppo K13 5G launched with big battery and all round features
ওপ্পো কোম্পানি ভারতে তার লেটেস্ট স্মার্টফোন Oppo K13 5G লঞ্চ করেছে। ওপ্পো কে13 5জি ফোনের দাম ভারতে 17,999 টাকা দাম থেকে শুরু হয়। নতুন ওপ্পো কে13 5জি ফোনটি কোয়ালকম এর Snapdragon 6 Gen 4 চিপসেটে কাজ করে। এছাড়া এতে সবচেয়ে বিশেষ জিনিস ওপ্পো ফোনের ব্যাটারি যা 7000mAh এর দেওয়া। আসুন জেনে নেওয়া যাক ওপ্পো কে13 ফোনের দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
ভারতে Oppo K13 5G ফোনের দাম কত
8GB RAM + 128GB Storage: 17,999 টাকা
8GB RAM + 256GB Storage: 19,999 টাকা
দামের কথা বললে, ওপ্পো কে13 ফোনের দাম 17,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 8 জিবি এবং 128 জিবি স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া 8 জিবি এবং 256 জিবি স্টোরেজ মডেলের দাম 19,999 টাকা রাখা হয়েছে।
অফারের ক্ষেত্রে ওপ্পো কে13 ফোনের বিক্রি 25 এপ্রিল থেকে ওপ্পো স্টোর এবং Flipkart থেকে করা হবে। ব্যাঙ্ক অফারের আওতায় গ্রাহকরা এতে 1000 টাকার ছাড় পাবেন।
ওপ্পো কে13 ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, ওপ্পো কে13 ফোনটি একটি প্রিমিয়াম ডিজাইন সহ আনা হয়েছে। এতে 6.7-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিট পিক ব্রাইটনেস দেওয়া।
প্রসেসিংয়ের ক্ষেত্রে লেটেস্ট ওপ্পো ফোনটি কোয়ালকম Snapdragon 6 Gen 4 চিপসেটে কাজ করে যা 8GB RAM সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওপ্পো কে13 ফোনে 50MP প্রাইমারি সেন্সর সহ 2MP ডেপথ সেন্সর দেওয়া। এতে ফ্রন্টে 16MP Sony IMX480 সেলফি সেন্সর পাওয়া যাবে।
পাওয়ার দিতে ফোনে 7000mAh এর ব্যাটারি পাওয়া যাবে যা 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি মাত্র 30 মিনিটে 62 শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.