Oppo Find X9 and Find X9 Pro first sale starts on 21 Nov price specs offers
OPPO আজ 18 নভেম্বর ভারতের বাজারে Oppo Find X9 এবং Find X9 Pro লঞ্চ করবে। এই দুটি স্মার্টফোন চীন এবং গ্লোবাল মার্কেটে সম্প্রতি কিছু সপ্তাহ আগে লঞ্চ করা হয়েছে। এবার ওপ্পোর আপকামিং ফোন ফাইন্ড এক্স9 এবং ফাইন্ড এক্স9 প্রো ভারতে আনা হবে। ওপ্পো ফাইন্ড এক্স9 সিরিজের ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। ই-কমার্স সাইট Flipkart এবং কোম্পানির অনলাইন স্টোর থেকে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। আসুন ওপ্পো ফাইন্ড এক্স9 সিরিজের ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার কী হবে জেনে নিই।
ওপ্পো ফাইন্ড এক্স9 প্রো এবং ফাইন্ড এক্স9 ফোনটি আজ দুপুর 12টায় লঞ্চ হবে। দুটি স্মার্টফোনই ফ্লিপকার্ট এবং ওপ্পোর অনলাইন স্টোর থেকে বিক্রি করা হবে। ফাইন্ড এক্স9 প্রো সিলক হোয়াইট এবং টাইটেনিয়াম চারকোল মতো কালার অপশনে আসতে পারে। এছাড়া ফাইন্ড এক্স9 স্পেস ব্ল্যাক এবং টাইটানিয়াম গ্রে রঙে আসবে।
আরও পড়ুন: Samsung এর শক্তিশালী 5G স্মার্টফোনে 30 হাজারে বেশি ছাড়, জানুন কোথায় পাবেন দুর্দান্ত ডিল
ফিচারের কথা বললে, ওপ্পো ওপ্পো ফাইন্ড এক্স9 প্রো ফোনে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে হতে পারে, যা 120Hz রিফ্রেশ রেট, 3600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এছাড়া ফাইন্ড এক্স9 ফোনে 6.59-ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট 120Hz হবে।
প্রসেসর হিসেবে দুটি স্মার্টফোনই 3nm MediaTek Dimensity 9500 চিপসেট সহ আনা হবে বলে অনুমান করা হচ্ছে। এই ফোন 16GB LPDDR5x RAM এবং 512GB UFS 4.1 স্টোরেজ সহ পেয়ার করা।
পাওয়ার দিতে ফাইন্ড এক্স9 প্রো ফোনে 7500mAh এর সিলিকন-কার্বন ব্যাটারি থাকবে যা 80W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পাশাপাশি, ফাইন্ড এক্স9 ফোনে 7025mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফাইন্ড এক্স9 প্রো ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা সহ 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। সেলফি তোলার জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
পাশাপাশি ফাইন্ড এক্স9 ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা সহ 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকতে পারে। সেলফির ক্ষেত্রে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা হতে পারে।
দামের কথা বললে, সম্প্রতি একটি ভারতীয় রিটেলের ওয়েবসাইটে অনলাইন লিস্টিংয়ের মাধ্যমে ওপ্পো ফাইন্ড এক্স9 প্রো এবং ফাইন্ড এক্স9 ফোনের দাম প্রকাশ হয়েছে। ফাইন্ড এক্স9 প্রো ফোনের 16GB RAM+512GB স্টোরেজ মডেলের দাম ভারতে 1,09,999 টাকা হবে। এছাড়া ওপ্পো ফাইন্ড এক্স9 ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 79,999 টাকা হতে পারে। এছাড়া 16GB RAM+512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 89,999 টাকা হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ভারতে নভেম্বর মাসেই আসছে Nothing Phone 3a Lite, লঞ্চ তারিখের ঘোষণা