HIGHLIGHTS
Oppo F5 Youth স্মার্টফোনটিতে 6 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে আছে আর এটি ColorOS 3.2 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটে কাজ করে, এই স্মার্টফোনটিতে অক্টা-কোর চিপসেট আর 3GB র্যাম আছে
ওপ্পো তাদের সাম্প্রতিকতম স্মার্টফোন Oppo F5 Youth ভারতে লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি এর আগে ফিলিপিন্সে রিলিজ করা হয়েছিল আর সেই সময়ই কোম্পানি জানিয়েছেইল যে খুব তাড়াতাড়িই এই ফোনটি ভারেত লঞ্চ হবে। এই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা 16MP’র আর তা AI-বেসড বিউটিফিকেশান টেকনলজি যুক্ত আর এটি থিন বেজেল ডিসপ্লে অফার করে। এই স্মার্টফোনটির দাম 16,990 টাকা আর এই ডিভাইসটি গত শুক্রবার থেকে অফলাইন আর অনলাইন স্টোর্সে পাওয়া যাচ্ছে।
SurveyOppo F5 Youth স্মার্টফোনটি অক্টা-কোর MT6763T চিপসেট, 3GB র্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যায়। এই স্মার্টফোনটিতে 6 ইঞ্চির LTPS TFT ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার অ্যাস্পেক্ট রেশিও 18:9।
Oppo F5 Youth স্মার্টফোনটি ডুয়াল-সিম স্মার্টফোন যাতে ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট যুক্ত।এই ফোনটির ক্যামেরা কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আছে যা F/2.2 লেন্স যুক্ত, আর এর ফ্রন্টে F/2.0 অ্যাপার্চার যুক্ত 16MP’র ক্যামেরা আছে। আর এর ব্যাকে একটি LED ফ্ল্যাশ আছে আর এর সেলফি ক্যামেরা স্ক্রিন ফ্ল্যাশ ফিচার যুক্ত।
Oppo F5 Youth ফোনটি অ্যান্ড্রয়েড 7.1 যুক্ত আর এটি কালার OS 3.2 তে চলে আর এর ব্যাটারি 3,200 mAh এর। এর ব্যাকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এই ডিভাইসে ফেস আনলক ফিচারও আছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে Wi-Fi 802.11 a/b/g/n, VoLTE, A-GPS, ব্লুটুথ 4.2, চার্জিং এর জন্য মাইক্রো- USB আর 3.5mm অডিও জ্যাক আছে।