ওপ্পো কোম্পানি ভারতে তার নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে। কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে যে OPPO F29 Series আগামী 20 মার্চ ভারতে লঞ্চ হবে। তবে এখনও এই সিরিজে আসা স্মার্টফোনের নাম প্রকাশ করেনি কোম্পানি। কিন্তু অনুমান করা হচ্ছে যে নতুন সিরিজের আওতায় OPPO F29 এবং OPPO F29 Pro 5G আসতে পারে। আসুন জেনে নেওয়া যাক ওপ্পো এফ29 সিরিজে কী বিশেষ থাকবে।
ওপ্পো ভারতে 20 মার্চ একটি ইভেন্ট আয়োজন করেছে যেখানে নতুন মোবাইল ফোন চালু করা হবে। এই সিরিজের আওতায় ওপ্পেো এফ29 5জি এবং এফ29 5জি প্রো ফোন আনা হবে।
আরও পড়ুন: Samsung চুপিসারে লঞ্চ করল 50MP ক্যামেরা এবং 6 বছরের আপডেট সহ নতুন 5G স্মার্টফোন, দাম 12 হাজারের কম
প্রসেসর: লিক থেকে জানা গেছে যে ওপ্পো এফ29 প্রো 5জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 অক্টা-কোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। পাশপাশি, ওপ্পো এফ29 ফোনটি কোয়ালকম Snapdragon 6 Gen 3 অক্টো-কোর প্রসেসর সহ বাজারে আসতে পারে।
ডিসপ্লে: ওপ্পো এফ29 প্রো ফোনে 6.7-ইঞ্চির FullHD+ স্ক্রিন থাকবে বলে প্রকাশ হয়েছে। লিক থেকে অনুমান করা হচ্ছে যে এই স্মার্টফোনে কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ওপ্পো এফ29 প্রো 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। লিক অনুযায়ী, এই ওপ্পো 5জি মোবাইল 50MP মেইন OIS ক্যামেরা সেন্সর সাপোর্ট করবে যার সাথে 2MP সেকেন্ডারি সেন্সর দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে।
ব্যাটারি: পাওয়ার দিতে ওপ্পো এফ29 প্রো 5জি ফোনে 6000mAh এর ব্যাটারি দেওয়া যেতে পারে। লিক অনুযায়ী বড় ব্যাটারিকে চার্জ করতে এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে। পাশাপাশি, ওপ্পো এফ29 ফোনটি 6500mAh ব্যাটারি সহ আসতে পারে।