Oppo A77 এ 5.5 ইঞ্ছির ফুল HD ডিসপ্লে আর মিডিয়াটেক MT6750T চিপস্টেক আছে
মোবাইল ডিভাইস তৈরি কারি সংস্থা Oppo বাজারে তাদের নতুন স্মার্টফোন Oppo A77 লঞ্চ করে দিয়েছে। তাইওয়ানে এই স্মার্টফোনের দাম NTD 10990 (প্রায় Rs. 23,414) রাখা হয়েছে আপাতত এটি তাইওয়ানের বাজারে বিক্রি হবে। এই স্মার্টফোনটিকে কোম্পানির তাইওয়ানের ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে আর এটি কাল থেকে প্রি-অর্ডারের জন্য পাওয়া যাবে। এটিকে 26মে থেকে কেনা যাবে আর এটি গোল্ড আর রোজ গোল্ড রঙে পাওয়া যাবে।
Oppo A77 এর ফিচার্স গুলি এবার দেখা যাক এতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1080×1280 পিক্সাল। এতে মিডিয়াটেক MT6750T অক্টা কোর 1.5GHz প্রসেসার যুক্ত। এটি 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যেতে পারে। এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলো অপারেটিং সিস্টেম 3.0 তে কাজ করে। এতে 3200mAh এর ব্যাটারি আছে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে যা হোম বটনের নিচে দেওয়া হয়েছে।
Oppo A77 এর ক্যামেরা সেটআপ কেমন তা এবার দেখা যাক এতে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা f/2.2 অ্যাপার্চার, PDAF, LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে। এতে 16 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা f/2.0 অ্যাপার্চার আর বিউটি বিউটি 4.0 আর পোট্রেট মোডের সঙ্গে দেওয়া হয়েছে। এটি হাইব্রিড ডুয়াল সিম সাপোর্ট করে। এছাড়া এটি 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ আর GPS এর মতন ফিচার্স যুক্ত। এর থিকনেস 7.3mm আর এর ওজন 153 গ্রাম।