OPPO কোম্পানি চীনের বাজারে দুটি নতুন A-Series এর স্মার্টফোন লঞ্চ করেছে। Oppo A1s এবং Oppo A1i হল এই দুটি নতুন ফোন। ওপ্পো A1s ফোনে ভাচুয়াল RAM সহ 24GB পর্যন্ত RAM, 50MP রিয়ার ক্যামেরা মতো পাওয়ারফুল ফিচার দেওয়া হয়েছে। আসুন এই নতুন দুটি স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
ওপ্পো এ১আই ফোনের 8GB + 256GB মডেলের দাম 1,099 Yuan (প্রায় 12,524 টাকা) রাখা হয়েছে। ফোনের 12GB + 256GB মডেলের দাম 1,199 Yuan (প্রায় 13,777 টাকা) রাখা হয়েছে। ফোনটি নাইট ব্ল্যাক এবং ফ্যান্টম পার্পল শেডে কেনা যাবে।
আরও পড়ুন: Price Cut: 100W SuperVOOC চার্জিং সহ OnePlus 5G প্রিমিয়াম স্মার্টফোন হল 5000 টাকা সস্তা
এছাড়া, ওপ্পো এ১আইএস ফোনটি 12GB + 256GB সহ 1,199 Yuan (প্রায় 14,088 টাকা) দামে কেনা যাবে। এছাড়া 12GB + 512GB স্টোরেজের দাম 1,399 Yuan ( প্রায় 16,443 টাকা) রাখা হয়েছে। দুটি ফোনের বিক্রি চীনে 19 এপ্রিল থেকে করা হবে।
ফিচারের কথা বললে, ওপ্পো ফোনে 6.72 ইঞ্চি IPS LCD FHD+ ডিসপ্লে রয়েছে। এটি 90Hz রিফ্রেশ রেটে কাজ করে। প্রসেসিংয়ের জন্য রয়েছে ডাইমেনসিটি 6002 চিপসেট। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার দিতে এই ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
নতুন ওপ্পোর এই ফোনে 6.56 ইঞ্চি IPS LCD ডিসপ্লে দেওয়া। এটি HD+ রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেটে কাজ করে। প্রসেসর হিসেবে এতে রয়েছে ডাইমেনসিটি 6020 চিপসেট। এতে 8GB LPDDR4x RAM, 256GB UFS 2.2 স্টোরেজ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 13MP রিয়ার ক্যামেরা দেওয়া। সেলফি তোলার জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে এতে 10W চার্জিং সহ একটি 5000mAh ব্যাটারি রয়েছে।
আরও পড়ুন: Moto G64 5G: অপেক্ষা শেষ! 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ মোটো ফোনে এই দিন ভারতে হবে লঞ্চ