এর স্পেক্সের সঙ্গে পুরনো ভার্সানের অনেক মিল আছে Oppo A71 2018 ফোনটি অনেকটাই তার পুরনো ভার্সানের ফোনের মতন। পুরনো ভার্সানটির মতন এই ভার্সানটিতেও 5.2-ইঞ্চির 720পিক্সাল ডিসপ্লে আছে। এই ফোনটি 16GB’র এক্সপেন্ডেবেল স্টোরেজ যুক্ত। এটি ডুয়াল সিম যুক্ত ফোন।
এই নতুন ফোনটির ক্যামেরা সেটআপ কেমন তা একবার দেখে নেওয়া জাল। এই ফোনটিতে 13MP’র f/2.2 অ্যাপার্চারের রেয়ার ক্যামেরা আছে। আর এই ফোনটিতে 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপার্চার f/2.4।
এবার এই ফোনটির ব্যাটারি কেমন তা দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 3000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। আকৃতিতেও এই ফোনটিতে এর আগের ভার্সানের মতনি- 148.1 x 73.8 x 7.6 mm। আর এর ওজন 137 গ্রাম।
এই ফোনটিতে নতুন কি আছে?
আর এবার দেখা যাক যে নতুন এই ফোনটিতে কোম্পানি কি দিয়েছে, আর এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 450 চিপসেট দেওয়া হয়েছে। আর এর পুরনো ভার্সানে মিডিয়াটেক MT6750 ছিল। আর এর এতে নতুন কোয়াল্কম প্রসেসার অ্যাড্রিনো 506GPU আর 8 কার্টেক্স -A53 যার কল্ক স্পিড 1.8GHz।
এই চিপসেটটি যাতে ভাল পার্ফর্মেন্স করে তার জন্য কোম্পানি এতে 2GB র্যাম দিয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটের ওপর নির্ভরশীল কালার আইওস 3.2তে কাজ করে। এই ফোনটিতে “এআই বিউটি রেগজেশান টেকনলজি” ব্যবহার করা হয়েছে।
এর দাম কত?
Oppo A71 2018 গোল্ড আর ব্ল্যাক কালারে আনা হয়েছে। এই পাকিস্তানে এই ফোনটির দাম PKR 19,899 ($179)।