ওয়ানপ্লাস অবশেষে তার আগামী স্মার্টফোন OnePlus 15R এর লঞ্চের ঘোষণা করে দিয়েছে। ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস 15আর ফোনটি আগামী 17 ডিসেম্বর ভারত, ইউরোপ সহ উত্তর আমেরিকায় আনা হবে। ওয়ানপ্লাস 15আর ফোনের সাথে কোম্পানি OnePlus Pad Go 2 ডিভাইসও লঞ্চ করবে কোম্পানি।
আপকামিং ওয়ানপ্লাস 15 ফোনটি দুটি কালার Charcoal Black এবং Mint Breeze অপশনে আসবে। চারকোল ব্ল্যাক তাদের জন্য যারা ক্লাসিক, সলিড এবং লো-প্রোফাইল লুক পছন্দ করেন। পাশাপাশি, মিন্ট ব্রিজ একটি হালকা, রিফ্রেশ গ্রিন শেড যা ফোনকে আরও প্রিমিয়াম করে তোলে।
আরও পড়ুন: 8000mAh ব্যাটারি, Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ OnePlus আনছে শক্তিশালী 5G স্মার্টফোন
এই স্মার্টফোনে 165Hz রিফ্রেশ রেট সহ একটি OLED ডিসপ্লে থাকবে। এছাড়া অথেন্টিকেশনের জন্য এতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে। এই স্মার্টফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেটে কাজ করবে বলে জানা গেছে। ওয়ানপ্লাস 15আর এর ডিজাইন OnePlus 15 এর মতো।
দুটি ভার্সনে নতুন ডিজাইন সহ একটি ফ্ল্যাট মেটাল মিড-ফ্রেম এবং উপরের বাম দিকে একটি ক্যামেরা মডিউল থাকবে। ওয়ানপ্লাস 15আর ফোনে IP66, IP68, IP69 এবং IP69K ওয়াটার এবং ডাস্ট রেজিস্টেন্ট দেওয়া। ওয়ানপ্লাস 15আর ফোনে Android 16 ভিত্তিক লেটেস্ট Oxygen OS 16 পাওয়া যাবে।
ওয়ানপ্লাস প্যাড গো 2 কোম্পানির মিড-রেঞ্জ ট্যাবলেট হবে যা দুটি কালার Shadow Black এবং Lavender Drift অপশনে আসবে। ওয়ানপ্লাস প্যাড গো 2 ট্যাবলেটটি 5G সাপোর্ট সহ আসবে। এছাড়া এতে S-Pen সাপোর্ট পাওয়া যাবে। তবে এটির সাথে এস-পেন আলাদা করে কিনতে লাগবে গ্রাহকদের।
কোম্পানি তার এই দুটি প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করেছে। এখানে Notify Me এর অপশন দেখা যাবে। লঞ্চের আগেই এই ফোনের কিছু ছবি এবং ফিচারও লিক হয়েছিল।
আরও পড়ুন: 17 হাজার টাকার বড় ছাড় Samsung এর প্রিমিয়াম 5G স্মার্টফোনে, দেখে নিন কোথায় পাবেন ডিল