7100mAh এর বিশাল ব্যাটারি সহ OnePlus Nord 5 Series আগামীকাল ভারতে হবে লঞ্চ, জানুন কেমন হবে স্পেসিফিকেশন এবং ফিচার

Updated on 07-Jul-2025

আপনি যদি বাজারে নতুন স্মার্টফোন কেনার জন্য যাচ্ছেন তবে আর মাত্র একদিনের অপেক্ষা। OnePlus আগামীকাল 8 জুলাই নতুন Nord Series এর স্মার্টফোন আনতে চলেছে। এই সিরিজের আওতায় কোম্পানি OnePlus Nord 5 এবং Nord CE 5 লঞ্চ করবে। এই দুটি ফোনই কম দামে শক্তিশালী ৫জি ফোন হবে কম দামে ফ্ল্যাগশিপ ফিচার অফার করবে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস নর্ড ৫ এবং নর্ড সিই ৫ ফোনটি কেমন হবে।

ভারতে OnePlus Nord 5 এবং Nord CE কখন হবে লঞ্চ

নতুন ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজের ফোন 8 জুলাই দুপুর 2টায় ভারতে লঞ্চ হবে। এই দিন কোম্পানি গ্লোবাল ইভেন্টে ওয়ানপ্লাস নর্ড ৫ এবং নর্ড সিই ৫ ভারতে চালু করবে। কোম্পানির ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ফোনের লাইভ দেখা যাবে।

আরও পড়ুন: 43 ইঞ্চি QLED TV সস্তা দামে ভারতে লঞ্চ করল Kodak, বাড়িতেই মিলবে থিয়েটারের মজা

ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনের স্পেসিফিকেশন কেমন হবে

লিক থেকে জানা গেছে যে ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে থাকতে পারে 6.77-ইঞ্চির ফুলএইচডি প্লাস ডিসপ্লে। এটি LTPO AMOLED ডিসপ্লে হতে পারে যা 120Hz রিফ্রেশ রেট এবং 3000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া পাওয়ার দিতে এই ফোনে 6650mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এটিকে চার্জ করতে এতে 80W ফাস্ট চার্জিং ফিচার থাকবে।

পারফরম্যান্সের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8s Gen3 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে, সেই বিষয় কোম্পানি নিশ্চিত করে দিয়েছে। এটি Android 15 ভিত্তিক OxygenOS 15 এ কাজ করবে। ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। রিয়ারে OIS সহ 50MP Sony LYT-700 দেওয়া হয়েছে যার সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে থাকবে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

নর্ড সিই ৫ ফোনের স্পেসিফিকেশন কী থাকবে

কোম্পানির তরফে নিশ্চিত করে দেওয়া হয়েছে যে নর্ড সিই ৫ ফোনটি MediaTek Dimensity 8350 Apex চিপসেটে লঞ্চ করা হবে। এটি LPDDR5x 12GB RAM সহ পেয়ার করা হবে।

পাওয়ার দিতে নর্ড সিই ৫ ভারতে লঞ্চ হওয়া সবচেয়ে বড় ব্যাটারি সহ ওয়ানপ্লাস স্মার্টফোন হবে। এই স্মার্টফোনে থাকবে 7100mAh ব্যাটারি। কোম্পানির দাবি যে ফুল চার্জে এই ফোনটি 2.5 দিন পর্যন্ত চলবে। এটিকে চার্জ করতে এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জি দেওয়া হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোন ডুয়াল রিয়ার লেন্স সহ আসবে। কোম্পানির অনুযায়ী, ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল Sony LYT-600 সেন্সর দেওয়া যা OIS সাপোর্ট করবে। ফ্রন্টে AI ফিচার সাপোর্ট থাকবে।

আরও পড়ুন: Aadhaar Card Update: আধার কার্ড আপডেট বা নতুন তৈরির ক্ষেত্রে এই নথি বাধ্যতামূলক, লিস্ট প্রকাশ করল UIDAI

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :