ভারতে ধামাকা করতে আসছে OnePlus এর দুটি শক্তিশালী স্মার্টফোন, বাজেট দামে করবে এন্ট্রি
OnePlus কোম্পানি তার Nord-Series এর আওতায় দুটি নতুন স্মার্টফোন আনতে চলেছে
ওয়ানপ্লাস আগামী মাসে ভারতে OnePlus Nord 4 এবং Nord CE 4 Lite লঞ্চ করতে পারে
ওয়ানপ্লাস নর্ড সিই 4 লাইট ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপে কাজ করবে
OnePlus কোম্পানি তার Nord-Series এর আওতায় দুটি নতুন স্মার্টফোন আনতে চলেছে। রিপোর্ট অনুযায়ী ওয়ানপ্লাস আগামী মাসে ভারতে Nord 4 এবং Nord CE 4 Lite লঞ্চ করতে পারে। লিকস্টার অভিষেক যাদব এর পোস্ট অনুযায়ী দুটি স্মার্টফোনই জুন মাসে ভারতীয় বাজারে আসতে পারে। এছাড়া জানা গেছে যে এটি আপগ্রেড প্রসেসর সহ আসবে, যা পুরানো মডেল থেকে আলাদা হবে।
আপগ্রেড প্রসেসর থাকবে Upcoming OnePlus Nord Smartphone
লিক অনুযায়ী, নর্ড ৪ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ জেন 3 চিপসেটে দেওয়া যেতে পারে। পাশাপাশি, নর্ড সিই 4 লাইট ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপে কাজ করবে। পোস্ট থেকে এও জানা গেছে যে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ফোনে OLED ডিসপ্লে দেওয়া যেতে পারে।
তবে এখনও পর্যন্ত এই ফোনের কোনো অফিসিয়াল তথ্য দেওয়া হয়েনি। ফোনটি সিঙ্গাপুরের IMDA ওয়েবসাইট এবং ভারতের BIS সার্টিফিকেশন সাইট সহ সার্টিফিকেশন সাইটে লিস্ট করা হয়েছে। এখান থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে নর্ড সিই ৪ লাইট শীঘ্রই লঞ্চ হতে পারে।
OnePlus Nord 4 ফোনে থাকতে পারে 16GB RAM
ওয়ানপ্লাস নর্ড ৪ ফোনটি, চীনে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস Ace 3V এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। ফোন ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। রিয়ারে 50MP মেইন সেন্সর হবে, যার সাথে 16MP ক্যামেরা পেয়ার থাকবে।
OnePlus Nord 4 and Nord CE 4 Lite might launch next month.
— Abhishek Yadav (@yabhishekhd) May 14, 2024
Nord 4
🔳 Qualcomm Snapdragon 7+ Gen 3
Nord CE 4 Lite (Oppo K12x expected to launch as CE 4 Lite)
📱 OLED display
🔳 Qualcomm Snapdragon 6 Gen 1#OnePlus #OnePlusNordCE4Lite pic.twitter.com/P7rui7lQMd
পারফরম্যান্সের জন্য Snapdragon 7+ Gen 3 প্রসেসর, 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজের সাথে পেয়ার করা হবে। ফোনটি Android 14 অপারেটিং সিস্টামে কাজ করবে।
Nord CE 4 Lite ফোনে থাকবে 8GB RAM
নর্ড সিই ৪ লাইট এর দিকে নজর দিলে, ফোনটি 8GB RAM এর সাথে 128GB বা 256GB স্টোরেজ সহ আসতে পারে। ফোনটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেটে কাজ করবে। খবর অনুযায়ী, আপকামিং লাইট ফোনে 5,500mAh ব্যাটারি ক্ষমতা এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ডিভাইসটি অক্সিজেন ওএস টপিং সহ Android 14 OS-এ কাজ করবে বলে আশা করা হচ্ছে।
কত দাম হবে আপকামিং ওয়ানপ্লাস নর্ড ৪ সিরিজের
দামের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড ৪ স্মার্টফোনটি 25,000 টাকার কাছাকাছি আসতে পারে। এছাড়া নর্ড সিই ৪ লাইট এর দাম 20,000 টাকার কম হবে।
আরও পড়ুন: Price Cut: 24GB RAM সহ iQOO 5G স্মার্টফোনে 22 হাজার টাকার ছাড়, জানুন নতুন দাম কত
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile