ওয়ান প্লাস ৮ প্রো স্মার্টফোন কেনার আজ সুযোগ, ফোনে মিলবে ৭০০০ টাকার দুর্দান্ত অফার

ওয়ান প্লাস ৮ প্রো স্মার্টফোন কেনার আজ সুযোগ, ফোনে মিলবে ৭০০০ টাকার দুর্দান্ত অফার
HIGHLIGHTS

OnePlus 8 pro Sale আজ Amazon-এ দুপুর 12টা থেকে শুরু হবে

ওয়ান প্লাস ৮ প্রো এর 12GB RAM + 256GB Storage-র এই ফোন কিনতে 59,999 টাকা খরচ হবে

OnePlus 8 Pro 5G দাম ভারতে 54,999 টাকা থেকে শুরু হচ্ছে।

OnePlus 8 Pro-এর ভারতে আজ আরেকবার বিক্রি করা হবে। ইউজারদের চাহিদাতে কোম্পানি একের পর এক সেল নিয়ে আসতে চলেছে। OnePlus 8 5G এর বিক্রি শুরুমাত্র Amazon-এই করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় অনেকটা কম দামে ভারতে এই পাওয়া যাবে।

ONEPLUS 8 PRO দাম

Amazon-এ দুপুর 12টা থেকে শুরু হবে ওয়ান প্লাস ৮ প্রো বিক্রি। ফোনটি কে দুটি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ করা হয়ে। OnePlus 8 5G দাম ভারতে 54,999 টাকা থেকে শুরু হচ্ছে। এই দামে আপনি ফোনের বেস ভেরিয়েন্ট 8GB RAM আর 128 GB Storage ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এছাড়া 12GB RAM + 256GB Storage-র এই ফোন কিনতে 59,999 টাকা খরচ হবে। Amazon.in থেকে এই ফোন কেনা যাবে।

ফোনে অফারের কথা যদি বলি তবে Jio-র তরফ থেকে গ্রাহকদের দেওয়া হবে ৬০০০ টাকার বেনিফিট। এর সঙ্গে আপনি যদি Amazon Pay দ্বারা পেমেন্ট করেনে তবে অতিরিক্ত ১০০০ টাকার ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন।

ONEPLUS 8 PRO স্পেসিফিকেশন

OnePlus 8 Pro তে থাকছে ডুয়াল স্পিকার ও Dolby Atmos প্রযুক্তি। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। OnePlus 8 Pro-তে থাকছে 6.78 ইঞ্চি QHD+ Fluid AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM ও 256GB স্টোরেজ।

OnePlus 8 Pro-র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX689 সেন্সর। প্রাইমারি ক্যামেরায় অপটিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবি
লাইজেশন থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা  ও 5 মেগাপিক্সেল কালার ফিল্টার। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর।

ফোনের ভিতরে রয়েছে 4,510mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং ও 30W ওয়্যারলেস চার্জিং। OnePlus 8 Pro-র ওজন 199 গ্রাম।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo