ONEPLUS 7 PRO vs HUAWEI P20 PRO দুটি ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে কোনটি কেমন

ONEPLUS 7 PRO vs HUAWEI P20 PRO দুটি ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে কোনটি কেমন
HIGHLIGHTS

OnePlus 7 Pro ভারতে লঞ্চ হয়গেছে

Huawei P20 Pro ফোনটি আন্তর্জাতিক ভাবে লঞ্চ হয়েছে

আজকে আমরা Huawei P20 Pro ফোনটির সঙ্গে OnePlus 7 Pro ফোনের তুলনা করব, আর আপনাদের বলে রাখি যে এই দুটি ফোনই ফ্ল্যাগশিপ গ্রেডের আর দুটি ফোনেই দারুন ফিচার্স আছে আর আজকে আমরা এই দুটি ফোনের বিষয়ে স্পেক্স দাম আর ফিচার্সের বিষয়ে তুলনা করে দেখব আর দেখব যে এদের মধ্যে পার্থক্য ঠিক কোথায়?

ONEPLUS 7 PRO VS HUAWEI P20 PRO: ফোনের দাম

P2 Pro ফোনটি কোম্পানির ফ্ল্যাগশিপ ডিভাইস জা 6GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ আর ট্রিপেল রেয়ার ক্যামেরা যুক্ত আর এর দাম 64,999টাকা। OnePlus 7 Pro ফোনটি তিনটি আলাদা আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটির 6GB র‍্যাম আর 128GB ভেরিয়েন্টের দাম 48,999 টাকা আর এই ফোনের 8GB র‍্যাম আর 256GB র দাম 52,999 টাকা। আর Huawei P20 Pro ফোনটি এই সময়ে ভারতে না এলেও এটি আন্তর্জাতিক ভাবে লঞ্চ করা হয়েছে আর সেই লঞ্চে এই ফোনের দাম বলা হয়েছে 599 ইউরো মানে প্রায় 46,000 টাকা।

ONEPLUS 7 PRO VS HUAWEI P20 PRO ফোনের দাম

Huawei P20 Pro ফোনটিতে কোম্পানি লেটেস্ট কিরিন 970 SoC দিয়েছে আর জা ডেডিকেটেড নিউরাল প্রসেসিং ইউনিট যুক্ত। আর এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ওরিও নির্ভর EMIUI 8.1 আছে। আর OnePlus7 Pro ফোনে আপনারা লেটেস্ট কোয়াল্কম ফ্ল্যাগশিপ প্রসেসার স্ন্যাপড্র্যাগন 855 SoC পাবেন।

আর এছাড়া OnePlus 7 Pro ফোনটিতে 12GB র‍্যাম ভেরিয়েন্টও পাবেন আর সঙ্গে 256GB স্টোরেজ। আর কোম্পানির এটি প্রথম ফোন যা স্ন্যাপড্র্যাগন 855 র সঙ্গে এসেছে।

ONEPLUS 7 PRO VS HUAWEI P20 PRO ফোনের ডিসপ্লে

Huawei p20 Pro স্মার্টফোনটিতে 6.1 ইঞ্চির ফুল HD+ OLED ডিসপ্লে আছে আর এই ডিভাইসের ফ্রন্টে হোম বটন আছে। আর এই হোম বটনে এজলেস ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট আছে যা জেসচার চিনতে পারে আর জা হোমের জন্য লং ট্যাপ, ব্যাকে থার্ড ট্যাপ আর মাল্টি টাস্কিঙ্গের জন্য থাকবে।

OnePus 7 Pro ফোনেটিতে আপনারা একটি 6.67-inchর ফুল AMOLED ডিসপ্লে পাবেন আর এতে একটি QHD+ প্যানেল আছে। ফোনে ডিসপ্লে মেট আর A+ রেটিং দেওয়া হয়েছে। আর এছাড়া OnePlus 7 Pro ফোনে এর পিক্সাল ডেনসিটি 516ppi । আর এই HDR 10+ সার্টিফায়েড ফোন। আর এছাড়া এই ফোনের রিফ্রেস রেট 90Hz । আর বেশি রিফ্রেস রেট হওয়ায় অ্যানিমেশান, নেগিভেশান আর ভিডিও প্লেব্যাক অনেক স্মুথ হবে।

ONEPLUS 7 PRO VS HUAWEI P20 PRO ফোনের ক্যামেরা

Huawei P20 Pro ফোনে আপনারা ট্রিপেল ক্যামেরা 40 MP RGB 1/1.7 সেন্সার, 20MP মোনোক্রোম সেন্সার আর 8MP র টেলিফটো লেন্স আছে। আর এই ডিভাইসের ফ্রন্টে 24.8MP র ক্যামেরা আছে যা 3D পোট্রেড লাইট এফেক্ট সাপোর্ট যুক্ত। আর এই ডিভাইসে 360 টি ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে আর জন্য এই ফোনটি অল্প কয়েক সেকেন্ডে আনলক হয়ে যায়।

OnePlus 7 Pro ফোনটিতে আপনারা একটি ট্রিপ্লে ক্যামেরা পাবেন। এই ফোনে আপনারা একটি  48MP Sony IMX 586 সেন্সার পাবেন। আর এ ফোনে একটি OIS আর EIS আছে আর এছাড়া এই ফোনে আপনারা একটি 8MP র টেলিফটো লেন্স পাবেন আর যা 3X জুমের সঙ্গে আসবে আর শুধু তা না এর সঙ্গে এই ফোনে আপনারা 16MP র আল্ট্রা ওয়াইড লেন্স পাবেন।

ONEPLUS 7 PRO VS HUAWEI P20 PRO ব্যাটারি আর অন্য ফিচার্স

হুয়াওয়ের এই ফোনে আপনারা 4000mAH য়ের ব্যাটারি পাবেন আর এর সঙ্গে হোম বটন এজলেস ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে জা এই জেসচারের জন্য চেনা যায় আর হোমের জন্য লং ট্যাপ, ব্যাকের জন্য শর্ট ট্যাপ আর মাল্টি টাস্কিংয়ের জন্য সোয়াইপ। আর OnePlus 7 Pro ফোনে আপনারা একটি 4000mAh য়ের ব্যাটারি পাবেন আর এই ফোনটি কোম্পানি অনুসারে 83% ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এই ফোনটি 30w ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এই ফোনে অক্সিজেন O9 ছাড়া অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo