14 জুন ‘বাদামি রঙ ভেরিয়েন্ট’ য়ের OnePlus 7 Pro ফোনটি ভারতে লঞ্চ করা হবে

Updated on 10-Jun-2019
HIGHLIGHTS

ওয়ানপ্লাসের ওয়েবসাইটে OnePlus 7 {ro র আলমন্ড ভেরিয়েন্টের দাম জানা গেছে

8GB/256GB র ডিভাইস এটি

অ্যামাজন ইন্ডিয়া আর ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে ফোনটি কেনা যাবে

ওয়াপ্লাস তাদের OnePlus 7 Pro ফোনটির আলমন্ড ভেরিয়েন্ট ভারতে আনতে চলেছে। রিপোর্ট অনুসারে এই ফোনটি আগামী 14 জুন ভারতে আসছে। আর এই ফোনটি মানে OnePlus 7 Pro Almond কালার ভেরিয়েন্টটি ভারতে 52,999 টাকায় কেনা যাবে।

আর এই বিষয়ে কোম্পানির অফিসিয়াল সাইট থেকে জানা গেছে। এই ফোনটি 8GB র‍্যাম আর 256GB স্টোরেজে আসবে।

OnePlus 7 Pro Almond ভেরিয়েন্ট কোথায় পাওয়া যাবে

OnePlus 7 Pro ফোনটির এই নতুন ভেরিয়েন্টটি ইউজার্সরা অনলাইনে অ্যামাজন ইন্ডিয়া আর ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। আর এই ফোনটি এর সঙ্গে ক্রোমা,রিলায়েন্স ডিজিটালের মতন রিটেল স্টোরেও কেনা যাবে। ডিভাইসের প্রি বুকিং 2000 টাকা থেকে শুরু হচ্ছে আর এই প্রি বুকিং ইউজার্সরা ওয়নাপ্লাসের সাইটের সঙ্গে ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল, মাই জিও স্টোর,ভিজয় সেলস, ইত্যাদি থেকেও করতে পারবেন।

OnePlus 7 Pro ফোনের বৈশিষ্ট্য

এই ফোনে আপনারা গ্লাস ডিজাইনের সঙ্গে ফ্রন্ট আর ব্যাকে গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান পাবেন। আর এই ফোনে একটি 6.67 ইঞ্চির ফুল AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার পাবেন।

আর এই ফোনের র‍্যাম 12GB পর্যন্ত আর স্টোরেজ 256GBর। ফোনটিতে ট্রিপেল রেয়ার ক্যামেরা আছে যা 48MP Sony IMX 586 সেন্সার যুক্ত। আর এই ফোনে এর সঙ্গে OIS আর EIS সাপোর্ট আছে। আর এই ফোনে একটি 8MP র টেলিফটো লেন্স আছেয়ার এর সঙ্গে ফোনে একটি 16MP র আল্ট্রা ওয়াইড লেন্স আছে।

এই ডিভাইসে আপনারা স্টিরিও স্পিকার্স পাবেন আর ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই আছে এর ব্যাটারি 4000mAh য়ের।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :