OnePlus 15R launch announced in India
OnePlus 15 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে লঞ্চ হওয়ার পরেই, ওয়ানপ্লাস তার আপকামিং OnePlus 15R স্মার্টফোনের ভারতীয় লঞ্চ নিশ্চিত করে দিয়েছে। আপকামিং ওয়ানপ্লাস 15আর ফোনটি Android 16 ভিত্তিক OxygenOS সহ লঞ্চ হবে বলে জানিয়েছে কোম্পানি। কোম্পানি তার আপকামিং ডিভাইসের প্রথম টিজার ছবি শেযার করেছে।
ওয়ানপ্লাস 15R ফোনে কোম্পানি আলার্ট স্লাইডার সরিয়ে Plus Key ফিচার অফার করবে, যা মাল্টি-ফাংশনাল কী হিসেবে কাজ করবে। OnePlus 13R ক্যামেরার জন্য Hasselblad ব্র্যান্ডিং ছিল না, তবে ওয়ানপ্লাস 15আর এর জন্যও তার নতুন DetailMax ইঞ্জিন ব্যবহার করবে কিনা তা এখনও দেখার বিষয়।
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস এখন পর্যন্ত আপকামিং ওয়ানপ্লাস 15আর ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু নিশ্চিত করেনি। তবে কিছু সপ্তাহ আগে ওয়ানপ্লাস চীনা বাজারে OnePlus Ace 6 ফোনটি লঞ্চ করেছে। অনুমান করা হচ্ছে যে এই ফোনটি রিব্র্যান্ড হিসেবে ওয়ানপ্লাস 15 নামে আসবে।
ওয়ানপ্লাস 15আর স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে, তবে OnePlus 13R ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়ছিল।
সম্প্রতি আসা রিপোর্ট থেকে জানা গেছে যে এই আপকামিং ওয়ানপ্লাস 15আর ফোনে 6.83-ইঞ্চির 1.5K 165Hz AMOLED ডিপস্লে থাকতে পারে। সাথে ফোনে পাওয়ার দিতে এতে Snapdragon 8 Elite বা Snapdragon 8 Gen 5 চিপসেট দেওয়া যেতে পারে।
এছাড়া ওয়ানপ্লাস 15আর ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি ক্যামেরা থাকতে পারে। ডিভাইসে 100W বা 120W এর SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টও পাওয়া যাবে। সাথে পাওয়ার দিতে ওয়ানপ্লাস 15আর ফোনে 7800mAh বা 8000mAh এর বড় ব্যাটারি দেওয়া যেতে পারে।
রিপোর্টে এমনও বলা হয়েছে যে কোম্পানি এই ফোনটি ডিসেম্বর মাসে লঞ্চ হতে পারে। ওয়ানপ্লাস 15আর ফোনের বিক্রি Amazon এর পাশাপাশি ওয়ানপ্লাস ইন্ডিয়া এর অনলাইন স্টোর এবং অফলাইন স্টোর থেকে করা যেতে পারে।
আরও পড়ুন: Samsung এর শক্তিশালী 5G স্মার্টফোনে 30 হাজারে বেশি ছাড়, জানুন কোথায় পাবেন দুর্দান্ত ডিল