লঞ্চের আগে OnePlus 15R ভারতীয় দাম লিক, 7400mAh ব্যাটারি এবং 165Hz রিফ্রেশ রেট সহ আর কী থাকবে স্পেক্স, জানুন

লঞ্চের আগে OnePlus 15R ভারতীয় দাম লিক, 7400mAh ব্যাটারি এবং 165Hz রিফ্রেশ রেট সহ আর কী থাকবে স্পেক্স, জানুন

OnePlus 15R আজ 17 ডিসেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে। আপকামিং ওয়ানপ্লাস ডিভাইসটি কোম্পানির OnePlus 15 Series এর আওতায় আনা হবে। নতুন ফোনে আগের মডেলের তুলনায় একাধিক আপগ্রেড থাকবে বলে নিশ্চিত করেছে যে কোম্পানি। ওয়ানপ্লাস 15আর স্মার্টফোনে নতুন ডিজাইন, ডুয়াল ক্যামেরা সেটআপ, উন্নত পারফরম্যান্স এবং অপ্টিমাইজড ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

X (টুইটার) প্ল্যাটফর্মে কোম্পানি ইতিমধ্যেই ফ্রন্ট ক্যামেরা, আইপি রেটিং এবং আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। এখন, লঞ্চের ঠিক আগেই বিভিন্ন সূত্রে ভারতে ওয়ানপ্লাস 15আর ফোনের দাম ফাঁস হয়েছে। আসুন আপকামিং এই ফ্ল্যাগশিপ কিলার ফোনের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: নতুন বছরের আগেই অর্ধেক দামে পাওয়া যাচ্ছে Sony Smart TV, 21 হাজার টাকা পর্যন্ত সস্তায় কেনার সুযোগ

ভারতে OnePlus 15R ফোনের দাম কত হবে এবং লঞ্চের তারিখ

লঞ্চের আগে ওয়ানপ্লাস 15আর ফোনের ভারতীয় দাম লিক হয় গেছে। রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস 15আর ফোনের বেস মডেলের দাম 47,000 থেকে 49,000 টাকার মধ্যে হবে বলে জানা গেছে। এই দামে ফোনের 12GB+256GB স্টোরেজ আসবে। তবে 12GB+512GB স্টোরেজ মডেলটি 52,000 টাকার বেশি হবে। তবে, ব্যাঙ্ক অফারের মাধ্যমে ফোনের দাম 3000 বা 4000 টাকা পর্যন্ত কম হতে পারে।

নতুন ওয়ানপ্লাস 15আর ফোনটি 17 ডিসেম্বর ভারতীয় সময় দুপুর 3টে নাগাদ লঞ্চ হবে। এই অনুষ্ঠানটি কোম্পানির ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় লাইভস্ট্রিম করা হবে। এছাড়াও, কোম্পানি ভারতে OnePlus Pad Go 2 নিয়ে আসছে।

ওয়ানপ্লাস 15আর ফোনের স্পেসিফিকেশন কেমন হবে

বলা হচ্ছে, ওয়ানপ্লাস 15আর ফোনে 165Hz রিফ্রেশ রেট এবং 3600 নিটস পিক ব্রাইটনেস সহ একটি 6.83-ইঞ্চি LTPS OLED স্ক্রিন থাকবে। নতুন ওয়ানপ্লাস ডিভাইসটি Qualcomm Snapdragon 8 Gen 5 চিপেসেটে কাজ করবে এবং এতে 80W চার্জিং সাপোর্ট সহ একটি 7400mAh ব্যাটারি থাকতে পারে। এটি 12 জিবি RAM এবং 512 জিবি স্টোরেজ সহ আসতে পারে। ডিভাইসটি IP66, IP68, IP69 এবং এমনকি IP69K রেটিং সহ লঞ্চ করবে বলে জানা গেছে।

ক্যামেরার ক্ষেত্রে ওয়ানপ্লাস 15আর ফোনে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স থাকবে বলে শোনা যাচ্ছে। সামনে, ডিভাইসটিতে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে।

আরও পড়ুন: Jio vs Airtel vs Vi: প্রতিদিন 2GB ডেটা সহ কোন কোম্পানি দিচ্ছে সস্তা দামে রিচার্জ প্ল্যান

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo