Snapdragon 8 Elite Gen 5 চিপসেট এবং 7300mAh ব্যাটারি সহ OnePlus 15 স্মার্টফোন লঞ্চ
OnePlus 15 স্মার্টফোন চীনের বাজারে লঞ্চ করে দেওয়া হয়েছে। ওয়ানপ্লাস এর এই স্মার্টফোন গত বছর আসা OnePlus 13 এর সাক্সেসার। লেটেস্ট ওয়ানপ্লাস 15 ফোনে কোম্পানি কোয়ালকম এর লেটেস্ট পাওয়ারফুল Snapdragon 8 Elite Gen 5 চিপসেট অফার করেছে।
Surveyপাওয়ার দিতে ওয়ানপ্লাস 15 ফোনে 7300mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ওয়ানপ্লাস এই ফোনটি 120W Super Flash ওয়্যারড এবং 50W ওয়্যারলেস ফ্ল্যাশ চার্জিংচ সাপোর্ট করে। এটি তিনটি কালার অপশনে আনা হয়েছে।
OnePlus 15 ফোনের দাম কত
দামের কথা বললে, ওয়ানপ্লাস 15 স্মার্টফোনটি পাঁচটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে।
- 12GB + 256GB মডেলের দাম CNY 3,999 (প্রায় 50,000 টাকা)
- 16GB + 256GB মডেলের দাম CNY 4,299 (প্রায় 53,000 টাকা)
- 12GB + 512GB মডেলের দাম CNY 4,599 (প্রায় 57,000 টাকা)
- 16GB + 512GB মডেলের দাম CNY 4,899 (প্রায় 61,000 টাকা)
- 16GB + 1TB মডেলের দাম CNY 5,399 (প্রায় 67,000 টাকা)
নতুন ওয়ানপ্লাস 15 ফোনের বিক্রি চীনে 28 অক্টোবর থেকে শুরু হবে। এটি Absolute Black, Misty Purple এবং Sand Dune রঙে কেনা যাবে।
ওয়ানপ্লাস 15 এর স্পেসিফিকেশন এবং ফিচার
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস 15 ফোনে দেওয়া হয়েছে 6.78-ইঞ্চি তৃতীয় প্রজন্মের BOE Flexible AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 165Hz। এটি 1.5K (1,272×2,772 পিক্সেল) রেজোলিউশন, 1800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে OnePlus স্মার্টফোনটি Qualcomm-এর অক্টা-কোর 3nm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট কাজ করে। ফোনটি 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ সহ পেয়ার করা।
ক্যামেরার ক্ষেত্রে, ওয়ানপ্লাস 15 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেল /e 24mm ফোকাল লেন্থ সহ আসে। এর সাথে রয়েছে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফির জন্য, ওয়ানপ্লাস একটি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করে। এই ফোনের রিয়ার ক্যামেরা সেটআপ 8K রেজোলিউশন ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
কানেক্টিভিটির জন্য, ওয়ানপ্লাস 15 স্মার্টফোনটি 5G, Wi-Fi 7, NFC, Beidou, GPS, GLONASS, Galileo এবং QZSS সাপোর্ট করে। এই ফোনে 7300mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি 120W সুপার ফ্ল্যাশ চার্জ তারযুক্ত চার্জিং এবং 50W ওয়্যারলেস ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে।
আরও পড়ুন: 14 হাজার টাকার কমে বিক্রি হচ্ছে Samsung এর 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এই সেরা ডিল
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile