OnePlus 15 Camera Battery Chipset leaks ahead of launch India
OnePlus বর্তমানে তার পরবর্তী শক্তিশালী ফ্ল্যাগশিপ 5G ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আসলে, কোম্পানি শীঘ্রই OnePlus 15 লঞ্চ করতে পারে, যা এই বছরের শেষের দিকে চীনে আসতে পারে। চীনে লঞ্চের পর, কোম্পানি 2026 সালের প্রথম দিকে ভারতে ওয়ানপ্লাস ১৫ ফোনটি আনবে বলে আশা করছে।
তবে কোম্পানির তরফে এখনও এ বিষয়ে কিছু নিশ্চিত করা হয়েনি। কিন্তু আপকামিং ডিভাইসের কিছু ফিচার আগেই প্রকাশ করা হয়েছে। এখান থেকে অনুমান করা হচ্ছে যে ওয়ানপ্লাস এর পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনে কী বিশেষ হতে চলেছে। আসুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক…
রিপোর্টে বলা হয়েছে যে ওয়ানপ্লাস প্রথমে এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি চীনে 2025 সালের অক্টোবরের দিকে লঞ্চ করতে পারে। যার পরে কোম্পানি ওয়ানপ্লাস ১৫ ফোনটি 2026 সালের শুরুর দিকে গ্লোবাল মার্কেটে আনবে। রিপোর্ট এমনও বলা হচ্ছে এই নতুন ডিভাইসটি OnePlus Ace 6 এর সাথে আনা হবে। ফ্ল্যাগশিপ ফোনের লঞ্চের পরে কোম্পানি বাজারে তার মিড বাজেট OnePlus 15R ও চালু করতে পারে।
OnePlus 15 Camera Battery Chipset leaks ahead of launch India
ওয়ানপ্লাস 15 ফোনের স্পেসিফিকেশন কেমন হবে
কিছু সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে ওয়ানপ্লাস এর নতুন ডিভাইসে 165Hz রিফ্রেশ রেট সহ 6.78-ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকতে পারে। শুধু তাই নয়, এই ফোনে Qualcomm-এর পরবর্তী প্রজন্মের Snapdragon 8 Elite 2 চিপসেট অফার করতে পারে কোম্পানি। এই প্রসেসরের সাথে আপকামিং ওয়ানপ্লাস ১৫ ফোনটি আরও পাওয়ারফুল হয় যাবে।
সাথে ফোনে কস্টম কাস্টম Orion CPU এবং Adreno 840 GPU এবং LPDDR5X + UFS 4.1 স্টোরেজ থাকতে পারে। পারফরম্যান্সকে আরও বুস্ট করতে এতে ডেডিকেটেড 16MB ক্যাশেও পাওয়া যেতে পারে।
ক্যামেরা এবং ব্যাটার হিসেবেও এই ফোন দুর্দান্ত হতে চলেছে। অনুমান করা হচ্ছে যে ডিভাইসটি 100W পর্যন্ত ফাস্ট ওয়্যারড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। শুধু তাই নয়, ফোনে পাওয়ারফুল 7300mAh ব্যাটারিও থাকতে পারে।
ক্যামেরার কথা বললে, ডিভাইসে 50 মেগাপিক্সেল LYT700 প্রাইমারি ক্যামেরা থাকতে পারে যার মধ্যে 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেল 3x পেরিস্কোপ ক্যামেরা থাকতে পারে। সেলফির ক্ষেত্রে ফোনে 32 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ভারতে ওয়ানপ্লাস 15 এর দাম প্রায় 80 হাজার টাকা হতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.