OnePlus 13T
ওয়ানপ্লাস চীনে তার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13T লঞ্চ করে দিয়েছে। এই ফোনের সবচেয়ে বড় ফিচার হল এটির কমপ্যাক্ট ডিজাইন। বলে দি যে ওয়ানপ্লাস T Series এর আওতায় 2020 তে OnePlus 8T ফোন লঞ্চ করেছিল। ওয়ানপ্লাস 13টি ফোনটি 16GB RAM, 6260mAh ব্যাটারি সহ একগুচ্ছ ফিচার অফার করে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস 13টি ফোনের দাম কত এবং ফিচার কী রয়েছে।
নতুন ওয়ানপ্লাস 13টি ফোনটি চীনে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 5 ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। এই ফোনের বেস মডেল 12GB RAM+256GB স্টোরেজ সহ আনা হয়েছে। এটির দাম CNY 3399 ভারতীয় দাম 39,000 টাকা রাখা হয়েছে। এছাড়া টপ মডলেটি 16GB RAM+1TB স্টোরেজ মডেলের দাম CNY 4499 যা ভারতীয় দাম অনুযায়ী, 52000 টাকা হবে।
আরও পড়ুন: Realme আনছে 6000mAh ব্যাটারি সহ দুর্দান্ত 5G ফোন, জলে পড়লেও হবে না খারাপ
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস এর নতুন ফ্ল্যাগশিপ ফোনটি 6.32-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে সহ আসে। এটি 120Hz হাই-রিফ্রেশ রেট এবং 1600 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস ফোনটি Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সাপোর্ট করে। এতে 16GB RAM সহ পেয়ার করা। ফোনে বড় 4400mm2 এর গ্লেশিয়ার ভেপার চেম্বর (VC) কুলিং সহ আসে। যা ফোনকে গরম হতে দেয় না।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস 13টি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এই ফোনে 50MP মেইন OIS ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। ফোনের রিয়ার ক্যামেরা 2x অপটিকাল জুম এবং 20x ডিজিটাল জুম সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 16MP ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস 13টি ফোনে 6260mAh ব্যাটারি সহ 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া।
আরও পড়ুন: 5800mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Oppo A5 Pro 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত