6200mAh ব্যাটারি, সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর, নতুন কালার অপশনে আসছে OnePlus 13T, জানুন কত হবে দাম

Updated on 10-Apr-2025
HIGHLIGHTS

OnePlus এর নতুন কমপ্যাক্ট স্মার্টফোন OnePlus 13T এই মাসে চীনে লঞ্চ হবে

ওয়ানপ্লাস 13টি ফোনে 6.31-ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে

ওয়ানপ্লাস 13টি ফোনের দাম CNY 4000-5000 (প্রায় 47,000 থেকে 53,000 টাকা) থেকে শুরু হতে পারে

OnePlus এর নতুন কমপ্যাক্ট স্মার্টফোন OnePlus 13T এই মাসেই চীনে লঞ্চ করা হবে। এটি Oneplus 13 এবং OnePlus 13R এর পর এই সিরিজে আরেকটি নতুন ফোন আসতে চলেছে। এই সিরিজের এটি তৃতীয় ফোন হবে। এই ফোনে কোম্পানি গ্রাহকদের একটি বিশেষ Quick Key দিতে চলেছে। কোম্পানি তার আপকামিং ওয়ানপ্লাস 13টি ফোনের ডিসপ্লে এবং কালার ভ্যারিয়্যান্ট ডিটেল টিজ করেছে। আসুন ওয়ানপ্লাস 13টি ফোনের ডিসপ্লে, ডিজাইন, দাম, ফিচার এবং স্পেক্স লিক সম্পর্কে জেনে নেওয়া যাক।

OnePlus 13T ফোনের ডিসপ্লে কেমন হবে

ওয়ানপ্লাস চীনের প্রেসিডেন্ট, লুইস তার Weibo তে একটি নতুন টিজার ইমেজ শেয়ার করেছে। এতে ওয়ানপ্লাস 13টি ফোনের ডিসপ্লের তুলনা iPhone 16 Pro এর সাথে করা হয়েছে।

ছবি থেকে বোঝা যাচ্ছে যে ফোনে একটি ফ্ল্যাট ডিসপ্লে হবে যেখানে সমান বেজেল এবং গোলাকার কোণ থাকবে।

আরও পড়ুন: 50MP Auto Focus এবং 5600mAh ব্যাটারি সহ Vivo V50e 5G ফোন ভারতে লঞ্চ, জানুন দাম কত

সাইজের বিষয় বললে, ওয়ানপ্লাস 13টি ফোনে 6.31-ইঞ্চির OLED ডিসপ্লে এবং একটি আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। আরেকটি অন্য বিবো পোস্টে, লুইস নিশ্চিত করেছে যে ওয়ানপ্লাস 13টি তিনটি কালার অপশনে আসবে।

ওয়ানপ্লাস 13টি ফোনের দাম কত হবে

লিক অনুযায়ী, ওয়ানপ্লাস 13টি ফোনের দাম CNY 4000-5000 (প্রায় 47,000 থেকে 53,000 টাকা) থেকে শুরু হতে পারে। এই তুলনায় ওয়ানপ্লাস 13 ফোনের দাম চীনে CNY 4499 থেকে শুরু হয়ছিল। পরে এটি ভারতে 69,999 টাকা দামে শুরুর দামে আনা হয়েছে।

কেমন স্পেসিফিকেশন হবে ওয়ানপ্লাস 13টি ফোন

লিক থেকে জানা গেছে, ওয়ানপ্লাস 13টি ফোনে মেটেল ফ্রেম সহ গ্লাস স্যান্ডউইচ ডিজাইন সহ আসতে পারে। এছাড়া ফোনে সাথে এবার আর্লট স্লাইডার এর জায়গায় Apple এর একশন বটন দেওয়া হবে বলে অনুমান করা হচ্ছে।

প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস 13টি ফোনে কোয়ালকম Snapdragon 8 Elite চিপসেট দেওয়া যেতে পারে। এতে 80W ফাস্ট চার্জিং সহ 6200mAh এর বড় ব্যাটারি দেওয়া যেতে পারে।

ক্যামেরার ক্ষেত্রে ফোনে OIS সহ 50MP এর প্রাইমারি শুটার এবং 50MP এর 2x টেলিফটো লেন্স হতে পারে। খবর অনুযায়ী 13টি তে কোনো আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স দেওয়া হবে না।

আরও পড়ুন: 9000 টাকার কম দামে 50MP ক্যামেরা সহ Samsung 5G ফোনে দেদার ছাড়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :