ডুয়াল 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং Snapdragon 8 Elite চিপসেট সহ OnePlus 13s ভারতে লঞ্চ

Updated on 05-Jun-2025

OnePlus 13s ভারতীয় বাজারে অবশেষে লঞ্চ করে দেওয়া হয়েছে। লেটেস্ট ওয়ানপ্লাস ১৩এস ফোনটি কোম্পানির OnePlus 13 Series এর আওতায় আসে। কোম্পানির মতে, Qualcomm Snapdragon 8 Elite চিপসেটে কারণে লেটেস্ট ফোনের পারফরম্যান্স দুর্দান্ত হবে। এছাড়া ওয়ানপ্লাস ১৩এস ফোনে ডুয়াল 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ সহ একটি বড় ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া এবার লেটেস্ট ওয়ানপ্লাস ফোনে আলর্ট স্লাইডারের পরিবর্তে Plus Key ফিচার অফার করেছে কোম্পানি। আসুনে জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস ১৩এস ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

ভারতে OnePlus 13s ফোনের দাম কত

দামের কথা বললে, ওয়ানপ্লাস ১৩এস ফোনটি ভারতে 54,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দামে ফোনের বেস মডেল 12GB+256GB স্টোরেজ কেনা যাবে। এছাড়া 12GB+512GB স্টোরেজ মডেলের দাম 59,999 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: 11 জুন আসছে Vivo T4 Ultra, মিড বাজেটে মিলবে 10x টেলিফটো ম্যাক্রো জুম

অফারের আওতায় গ্রাহকরা 5000 টাকা ব্যাঙ্ক ছাড় পেতে পারেন। গ্রাহকরা লেটেস্ট ওয়ানপ্লাস ১৩এস ফোনটি Amazon সাইট এবং রিটেল স্টোর থেকে কিনতে পারবেন। ওয়ানপ্লাস ১৩এস ফোনের বিক্রি 12 জুন থেকে শুরু হবে।

ওয়ানপ্লাস ১৩এস ফোনের স্পসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

এবার কথা ফিচারের, ওয়ানপ্লাস ১৩এস ফোনে থাকছে 6.32-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে সহ 120Hz ডায়নামিক রিফ্রেশ রেট। এটি ডলবি ভিসন, HDR10+, HDR Vivid সাপোর্ট সহ পিক ব্রাইটনেস 1600 নিট পর্যন্ত অফার করে। পারফরম্যান্সের ক্ষেত্রে ওয়ানপ্লাস ১৩এস ফোনে দেওয়া হয়েছে Snapdragon 8 Elite চিপসেট যা 12GB LPDDR5X RAM এবং 256GB/512GB UFS 4.0 স্টোরেজ সহ পেয়ার করা।

এছাড়া ওয়ানপ্লাস ১৩এস ফোনে 4,400mm² 3D Cryo-Velocity ভেপার চেম্বার এবং গ্রেফাইট লেয়ার পাওয়া যাবে। এটি Android 15 ভিত্তিক OxygenOS 15 অপারেটিং সিস্টামে কাজ করে।

পাওয়ার দিতে ওয়ানপ্লাস ১৩এস ফোনে দেওয়া হয়েছে 5850mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ফিচার।

ক্যামেরার ক্ষেত্রে ওয়ানপ্লাস ১৩এস ফোনটি OIS সহ 50 মেগাপিক্সেল Sony LYT-700 এবং 2X অপটিকাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স অফার করে। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

আরও পড়ুন:

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :