আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে এই সুযোগটি হাত ছাড়া করা যাবে না। ওয়ানপ্লাস তার প্রিমিয়াম স্মার্টফোন OnePlus 13s এর উপর সবচেয়ে বড় ডিসকাউন্ট অফার করছে। এখন এই ফোনটি 7000 টাকারও বেশি ছাড়ে বিক্রি হচ্ছে। আসুন ওয়ানপ্লাস 13এস ফোনের ফিচার এবং নতুন দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
ওয়ানপ্লাস 13এস ভারতে 57,999 টাকায় লঞ্চ হয়ছিল। তবে এখন এই ফোন ফ্লিপকার্ট সাইটে 7640 টাকার সোজা ছাড়ে বিক্রি হচ্ছে। ছাড়ের পর 50,359 টাকায় কেনা যাবে।
এছাড়া ব্যাঙ্কের ক্রেডিট কার্ড অফারের আওতায় অতিরিক্ত 2500 পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়া আপনি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 20,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
আরও পড়ুন: নভেম্বর মাসেই ভারতে আসছে Realme GT 8 Pro, 16GB RAM এবং শক্তিশালী প্রসেসর সহ থাকবে আর কোন ফিচার জানুন
এই ওয়ানপ্লাস ফোনে DSLR এর মতো কোয়ালিটি সহ 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যা প্রতিটি শটকে প্রফেশনাল টাচ দেবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এর AI-ভিত্তিক ক্যামেরা ফিচার ফটো কোয়ালিটি উন্নত করে। এতে শক্তিশালী 6000mAh ব্যাটারিও রয়েছে।
ডিসপ্লে হিসেবে ওয়ানপ্লাস 13এস ফোনে 6.32 ইঞ্চির ProXDR LTPO OLED ডিসপ্লে দেওয়া যা প্রিমিয়াম ভিজুয়াল অভিজ্ঞতা দবে। এটি 120Hz রিফ্রেশ রেট সহ 1600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
ক্যামেরার ক্ষেত্রে ওয়ানপ্লাস 13এস ফোনে ডুয়াল রিয়ার সেন্সর দেওয়া। এটি 50 মেগাপিক্সেল Sony LYT-700 প্রাইমারি লেন্স দেওয়া। সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স সহ 2x অপটিকাল জুম এবং AI ভিত্তিক ইমেজ প্রসেসিং সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারির ক্ষেত্রে ওয়ানপ্লাস 13এস ফোনে 5850mAh এর পাওয়ারফুল ব্যাটারি দেওয়া যা একবার চার্জে পুরো এক দিন চলবে। এতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে যা ফোনকে 30 মিনিটে প্রায় 60 শতাংশ পর্যন্ত চার্জ করে।
আরও পড়ুন: মাত্র 11000 টাকার শুরুর দামে বিক্রি হচ্ছে Full Automatic Washing Machine, জলের দরে কেনার সুযোগ