OnePlus 13s vs OnePlus 13R price in India Specification Camera Chipset Battery
OnePlus 13s ভারতীয় বাজারে আজ 5 জুন অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে। ওয়ানপ্লাস ১৩এস কোম্পানির প্রথম কম্প্যাক্ট স্মার্টফোন হতে চলেছে যা ফ্ল্যাগশিপ ফিচার অফার করবে। আপকামিং ফোনটি চীনে লঞ্চ হওয়া OnePlus 13T এর রিব্র্যান্ড ভার্সন হতে পারে। আপকামিং ফোনে একাধিক আপগ্রেড দেখা যাবে।
কোম্পানি গত কয়েক দিন ধরেই এই আপকামিং ফোনটি টিজ করেছিল এবং এখন এটি লঞ্চ হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, আপকামিং ওয়ানপ্লাস ১৩এস ফোনটি কোয়ালকম Snapdragon 8 Elite প্রসেসরে কাজ করবে। এতে Plus Key দেওয়া হবে এবং এতে ওয়ানপ্লাস AI ফিচার থাকবে।
আরও পড়ুন: পাওয়ারহাউস 7000mAh ব্যাটারি সহ OPPO 5G স্মার্টফোনে দেদার ছাড়, ছাড়ের পর 18 হাজারের কমে কেনার সুযোগ
দামের কথা বললে, ওয়ানপ্লাস ১৩এস কোম্পানি 5 জুন লঞ্চ করবে। এই ডিভাইসটি দুপুর 12টায় লঞ্চ হবে। এই ফোনের লঞ্চ ইভেন্ট কোম্পানির YouTube চ্যানেলে দেখা যাবে। তবে আপকামিং ওয়ানপ্লাস ১৩এস ফোনের লঞ্চের আগেই একাধিক লিক থেকে দাম সম্পর্কে জানা গেছে। এই ফোনটি OnePlus 13 এবং OnePlus 13R এর মাঝামাঝি দামে লঞ্চ হবে।
মনে করিয়ে দি যে ওয়ানপ্লাস ১৩ ফোনটি 69,999 টাকা দামে লঞ্চ হয়েছিল, তবে ওয়ানপ্লাস ১৩আর এর দাম 42,999 টাকা ছিল। অনুমান করা হচ্ছে যে ওয়ানপ্লাস ১৩এস কোম্পানি 55 হাজার টাকার দামে লঞ্চ হতে পারে। আপকামিং ওয়ানপ্লাস ১৩এস ফোনটি Amazon সাইট থেকে বিক্রি করা হবে।
এখন পর্যন্ত আসা রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস তার আপকামিং কম্প্যাক্ট ফোনের কিছু ফিচার প্রকাশ করেছে। এই ফোনটি 6.32-ইঞ্চি ডিসপ্লে সহ আসবে। ওয়ানপ্লাস ১৩এস ফোনটি কোয়ালকম Snapdragon 8 Elite প্রসেসরে কাজ করবে। কোম্পানি আলর্ট স্লাইডারের বদলে Plus Key দিতে পারে। এটি 12GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা হবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস ১৩এস ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। সাথে রিয়ারে 50 মেগাপিক্সেল মেইন লেন্স সহ ডুয়াল লেন্স দেওয়া যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, এতে 6000mAh এর ব্যাটারি দেওয়া যেতে পারে।
আরও পড়ুন: জুলাইয়ের এই তারিখে লঞ্চ হচ্ছে Nothing Phone 3, এই দামে আসতে পারে ভারতে, মিলবে ফ্ল্যাগশিপ ফিচার