6000mAh ব্যাটারি সহ OnePlus 5G স্মার্টফোনে দেদার ছাড়, 4500 টাকার বেশি সস্তায় কেনার সুযোগ

Updated on 28-Oct-2025
HIGHLIGHTS

Flipkart প্ল্যাটফর্মটি বর্তমানে OnePlus 13R ফোনে সেরা ডিল অফার করছে

এই বছরের শুরুতে ওয়ানপ্লাস 13আর লঞ্চ হয়ছিল যা এখন অনেক সস্তা দামে বিক্রি হচ্ছে

ওয়ানপ্লাস এই দুর্দান্ত ডিভাইসটি বর্তমানে মাত্র 38,010 টাকায় লিস্ট করা

আপনি কি বেশি খরচ না করেই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আপগ্রেড করতে চান? তবে Flipkart সাইটে রয়েছে দারুন অফার। ই-কমার্স প্ল্যাটফর্মটি বর্তমানে OnePlus 13R 5G স্মার্টফোনে সেরা ডিল অফার করছে। এই বছরের শুরুতে ওয়ানপ্লাস 13আর লঞ্চ হয়ছিল যা এখন অনেক সস্তা দামে বিক্রি হচ্ছে।

ডিভাইসে রয়েছে AMOLED ডিসপ্লে, একটি শক্তিশালী Snapdragon 8 Gen 3 প্রসেসর এবং একটি শক্তিশালী 6000mAh ব্যাটারি মতো ফিচার দেওয়া। এই দামে ওয়ানপ্লাস 13আর মিড প্রিমিয়াম সেগামেন্টে একটি সেরা ডিল হতে পারে। আসুন এই ডিল সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: 16000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরা সহ Vivo স্মার্টফোন, কোথায় পাবেন এই অফার জানুন

OnePlus 13R 5G ফোনের ডিসকাউন্ট অফার

ওয়ানপ্লাস এই দুর্দান্ত ডিভাইসটি বর্তমানে মাত্র 38,010 টাকায় লিস্ট করা। তবে এই বছরের শুরুতে 42,999 টাকা দামে এই ফোনটি লঞ্চ হয়ছিল। যার মানে এই ফোনটি লঞ্চ প্রাইস থেকে 4619 টাকা সস্তায় কেনা যাবে।

শুধু তাই নয়, গ্রাহকরা ব্যাঙ্ক অফারে এই ফোনটি আরও সস্তায় কেনা যাবে। গ্রাহকরা SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 4000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।

এছাড়া, গ্রাহকরা তাদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। এক্সচেঞ্জ বোনাসে 28,550 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।

ওয়ানপ্লাস 13আর ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

স্পেসিফিকেশনের কথা বললে, ওয়ানপ্লাস 13আর ফোনে রয়েছে 6.78-ইঞ্চি 1.5K LTPO 4.1 AMOLED ডিসপ্লে যার 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পর্যন্ত ব্রাইটনেস দেওয়া। ডিভাইসটি Qualcomm Snapdragon 8th Gen 3 চিপসেটে কাজ করে। ওয়ানপ্লাস ফোনটি 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজের সাথে পেয়ার করা।

পাওয়ার দিতে এই ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে, যা পুরো দিনের ব্যাটারি লাইফ নিশ্চিত করে। ডিভাইসটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা এটিকে দ্রুত চার্জ করে।

ফটোগ্রাফির জন্য, ফোনটিতে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 50MP প্রাইমারি ক্যামেরা, একটি 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি 50MP টেলিফটো লেন্স দেওয়া। সেলফির জন্য, ফোনটিতে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

আরও পড়ুন: Kantara chapter 1 OTT : বক্স অফিসে ঝড় তোলার পর ঋষভ শেট্টির কান্তারা চ্যাপ্টার ওয়ান এবার আসছে ওটিটিতে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :