OnePlus 13s লঞ্চের আগে সস্তা হয় গেল 6000mAh ব্যাটারি সহ OnePlus 13R, জেনে নিন নতুন দাম কত

Updated on 05-Jun-2025
HIGHLIGHTS

ফ্ল্যাগশিপ OnePlus 13s লঞ্চের ঠিক আগে কোম্পানি তার জনপ্রিয় স্মার্টফোন OnePlus 13R ফোনের দাম কমিয়ে দিয়েছে

5 জুন আজ ভারত সহ গ্লোবাল বাজারে লঞ্চ হচ্ছে ওয়ানপ্লাস ১৩এস ফোনটি

ওয়ানপ্লাস ১৩এস আসার আগেই ওয়ানপ্লাস ১৩আর ফোনে দুর্দান্ত ডিল দেওয়া হচ্ছে

OnePlus 13R ফোনটি ভারতে 43,999 টাকা দামে লঞ্চ হয়ছিল

ওয়ানপ্লাস ১৩আর ফোনটি পাওয়ারফুল Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করে

OnePlus 13R ফোনে বাম্পার ছাড়

জানুয়ারি 2025 এ লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ১৩আর ফোনটি এখন Flipkart সাইটে 3259 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। যার পরে ওয়ানপ্লাস ১৩আর ফোনের দাম কমে হয় যাবে 39,740 টাকা। তবে বলে দি যে ওয়ানপ্লাস ১৩আর ফোনটি ভারতে 43,999 টাকা দামে লঞ্চ হয়ছিল।

আরও পড়ুন: 10 হাজার টাকার কম দামে আসছে 6000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা মতো প্রিমিয়াম ফিচার সহ নতুন Realme ফোন

এছাড়া ফোনের সাথে 5 শতাংশ ব্যাঙ্ক ক্যাশব্যাকও পাওয়া যাবে। যার পরে ফোনের দাম আরও কমে যেতে পারে।

ওয়ানপ্লাস ১৩আর ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লের কথা বললে, ওয়ানপ্লাস ১৩আর ফোনে 6.77-ইঞ্চির বড় 1.5K ProXDR LTPO ডিসপ্লে দেওয়া। এই ডিসপ্লে 4500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস ১৩আর ফোনটি পাওয়ারফুল Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করে। গ্রাফিক্স প্রেসিংয়ের জন্য এতে Adreno 750 GPU পাওয়া যাবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস ১৩আর ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে 50 মেগাপিক্সেল Sony LYT-700 প্রাইমারি লেন্স রয়েছে যা 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স সহ পেয়ার করা। এটি 2X অপটিকাল জুম সাপোর্ট করে। তৃতীয় ক্যামেরা 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সহ আসে। সেলফির ক্ষেত্রে এতে রয়েছে 16 মেগাপিক্সেল সেন্সর।

পাওয়ার দিতে ওয়ানপ্লাস ১৩আর ফোনে 6000mAh এর ব্যাটারি পাওয়া যাবে। ফোনে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সফটওয়্যারের ক্ষেত্রে ফোনটি OxygenOS 15 এ চলে যা Android 15 ভিত্তিক।

আরও পড়ুন: পাওয়ারহাউস 7000mAh ব্যাটারি সহ OPPO 5G স্মার্টফোনে দেদার ছাড়, ছাড়ের পর 18 হাজারের কমে কেনার সুযোগ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :